নয়াদিল্লি: করোনা আতঙ্কে গোটা দেশ। আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ছে। অযথা আতঙ্ক ছড়ানো বা গুজব রটালে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে তারা। সেই অনুসারে, মহারাষ্ট্রের একটি ম্যাট্রেস উৎপাদনকারী সংস্থা এবং একটি আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল প্রশাসন। সংস্থাদু'টির বিরুদ্ধে করোনা সংক্রান্ত ভুল তথ্য পরিবেশনের অভিযোগ উঠেছে।
মহারাষ্ট্রের আরিহান্ত নামে ম্যাট্রেস উৎপাদনকারী একটি সংস্থা গত শুক্রবার তাদের বিজ্ঞাপনী প্রচারে দাবি করেছিল 'আরিহান্ত করোনা ভাইরাস-প্রতিরোধী ম্যাট্রেস'। তার জেরেই প্রশাসনের এই পদক্ষেপ। সংস্থাটির মালিক মিথ্যা দাবির পাশাপাশি লোকজনের মধ্যে গুজব ছড়িয়েছিলেন বলেই অভিযোগ। তার ভিত্তিতে সংস্থাটির বিরুদ্ধে নরপোলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে শীতল আয়ুর্বেদ ভাণ্ডার নামে একটি সংস্থা গত সোমবারের একটি বিজ্ঞাপনে দাবি করেছিল, তাদের একটি ওষুধ করোনা ভাইরাস আটকাতে সক্ষম। সেই সংস্থাটির বিরুদ্ধে মুলুন্দ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
করোনা ভাইরাস নিয়ে আমজনতার মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিক্রি বেড়েছে মাস্ক ও স্যানিটাইজার বিক্রি। সেই সুযোগেই এর আগে মুম্বই, হরিয়ানায় জাল স্যানিটাইজার উৎপাদনকারী সংস্থাকে হাতেনাতে ধরল প্রশাসন। গুরগাঁওয়ের কাছেই গত কয়েকদিন ধরে চলছিল এই ব্যবসা। বাজারে স্যানিটাইজারের বিপুল চাহিদার জন্য সম্প্রতি স্যানিটাইজার উৎপাদন শুরু করেছিল। তিনি আরও জানিয়েছেন, সংস্থাটি স্যানিটাইজারের বোতলে আইসোপ্রপল অ্যালকোহল ভর্তি করে বাজারে বিক্রি করছিল। মাত্র ১০ দিন আগে থেকেই তারা এর উৎপাদন শুরু করেছে। অন্যদিকে করোনার প্রতিষেধক হিসেবে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের আসানসোলে। করোনার আতঙ্কে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। যদিও পরে পুলিশের তৎপরতায় খবরটি প্রকাশ্যে আসে। তাছাড়া মাস্ক ও স্যানিটাইজার নিয়ে কালবাজারির অভিযোগ শোনা গেছে খোদ কলকাতায়। এবার গুরগাঁওয়ের ঘটনা যেন করোনা আতঙ্কে সুযোগ নেওয়া অসাধু ব্যবসায়ীদের রমরমাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।