পথ হারানো নিখোঁজ বৃদ্ধকে বাড়ি ফেরাল রেড ভলেন্টিয়ার্স

পথ হারানো নিখোঁজ বৃদ্ধকে বাড়ি ফেরাল রেড ভলেন্টিয়ার্স

হাওড়া: গত ১৭ অগাস্ট থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। সংবাদপত্রের নিরুদ্দেশ কলামে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল৷ থানাতেও নিখোঁজ ডায়েরি করায় পরিবার৷ কিন্তু হাওড়ার বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ অসিত কুমার সাহার কোনও হদিশ পায়নি পুলিশ৷ শেষমেশ ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল ‘ভরসা’ র আরেক নাম হয়ে ওঠা রেড ভলেন্টিয়ার্সের কর্মীরা। নিজেদের উদ্যোগে ওই বৃদ্ধকে খুঁজে তাঁর বাড়ির ঠিকানায় পৌঁছে দেয় রেড ভলেন্টিয়ার্স৷ 

রেড ভলেন্টিয়ার্সের অন্যতম লিডার সোমনাথ গৌতম বলেন, মানুষের বিপদের পাশে থাকাটাই আমাদের কাজ। যেখানে ওই বয়স্ক ব্যক্তির কেউ সন্ধান দিতে পারেনি৷  এমনকী উনি নিজের ঠিকানাও বলতে পারেননি৷ এর পর বহু চেষ্টা করে তাঁর বাড়ির ঠিকানা খুঁজে বার করে তাঁকে পরিবারের হাতে তুলে দিই। রবিবারের সকালে আপৎকালীন পরিস্থিতিতে পশ্চিম হাওড়ার কদমতলার পাবলিক লাইব্রেরির সম্পাদকের ফোন আসে রেড ভলানটির্য়াসদের কাছে৷ উনি জানান এক বয়স্ক ব্যক্তি কয়েকদিন ধরে কদমতলার পাবলিক লাইব্রেরির সামনে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। সেই খবর শুনেই রেড ভলেন্টিয়ার্স টিমের সদস্য সায়ন, বনি, প্রসাদ, বাপিদা, প্রসেনজিৎ ও বান্টিরা পৌঁছে যায় অসুস্থ ব্যক্তির কাছে। জিজ্ঞেস করে জানতে পারেন, ওঁনার নাম অসিত কুমার সাহা। কিন্তু বাড়ির ঠিকানা বলতে পারেননি৷ তাই প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। প্রশাসন থেকে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানোর কথা বলা হয়৷ এরপর দেরি না করে পশ্চিম হাওড়া রেড ভলেন্টিয়ার্স টিম প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বৃদ্ধর পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা শুরু করে দেয়৷ 
সোমনাথ গৌতম জানান, অনেক খোঁজাখুঁজির পর জানা যায় উনি কদমতলার ঠাকুরদাস ১ম বাইলেনের বাসিন্দা। ওঁর দাদার নাম দুলাল সাহা। ওখানে গিয়ে খোঁজ করতে শেষমেষ খুঁজে পাওয়া যায় অসিতবাবুর বাড়ি। পরিবারের কাছ থেকে তাঁরা জানতে পারেন, অসিত বাবু দীর্ঘ দিন ধরেই অসুস্থ৷ ১৭ অগাস্ট থেকে তিনি নিখোঁজ হয়ে যান। ওই দিন বাড়ি থেকে বেরনোর পর আর ফেরেননি। ওঁর ভাই থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং কাগজে নিরুদ্দেশ বিজ্ঞাপনও দেন। কিন্তু কোথাও অসিতবাবুর খোঁজ পাননি তাঁরা। অবশেষে নিখোঁজ পরিজনকে ফিরে পেয়ে খুশি সাহা পরিবার৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =