১২০০ শূণ্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা

১২০০ শূণ্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা

2778f3815fb4e2b7095a96ad00ad6d30

কলকাতা: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ। পশ্চিমবঙ্গ কৃষি বিভাগে তৈরি হয়েছে শূন্য স্থান। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘কৃষি প্রযুক্তি সহায়ক’ পদে প্রায় ১২০০ আসন ফাঁকা হয়েছে। এই পদে আগে যারা কাজ করতেন তাদের সকলের পদোন্নতি হওয়ার কারণেই এই শূন্য স্থানের সৃষ্টি হয়েছে।

আগামী বছরের শুরুতেই আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরাও এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতির ছেলেমেয়েরা বয়সে ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও দৈহিক প্রতিবন্ধীরা ৮ বছরের ছাড় পাবেন।

আবেদনের যোগ্য হওয়ার জন্য বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে। কৃষি প্রযুক্তি সহায়ক রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে ‘পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন’। দুটি পার্টে পরীক্ষা হবে। ১২০ নম্বরের প্রথম পার্টের পরীক্ষা হবে ইংরেজি, অ্যারিথমেটিক ও জেনারেল স্টাডিজ বিষয়ে। দ্বিতীয় পার্টে ৩০ নম্বরের পরীক্ষা হবে ইংরেজি বিষয়ে। ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকার মধ্যে বেতন হবে। গ্রেড পে ২,৯০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *