২ বার জারি হয়েছে নোটিস, তবুও নিয়োগ আটকে পঞ্চায়েতে, দায় স্বীকার তৃণমূলের

উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সহ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি'র বিরুদ্ধে পঞ্চায়েতে নিয়োগে উদাসীনতার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া থেমে থাকায় এই জেলার ৯৮ টি গ্রাম পঞ্চায়েতের পরিষেবা ও উন্নয়নের কাজ না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার কথা স্বীকার করেছে খোদ শাসক দল তৃণমূল সরকার। পাশাপাশি ২০১৬ সাল থেকে ২০১৮ সালের মধ্যে এই নিয়োগ ঘিরে ২টি নোটিফিকেশন জারি করা হয়েছে কমিটি তরফে।

 

ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সহ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি’র বিরুদ্ধে পঞ্চায়েতে নিয়োগে উদাসীনতার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া থেমে থাকায় এই জেলার ৯৮ টি গ্রাম পঞ্চায়েতের পরিষেবা ও উন্নয়নের কাজ না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার কথা স্বীকার করেছে খোদ শাসক দল তৃণমূল৷ পাশাপাশি ২০১৬ সাল থেকে ২০১৮ সালের মধ্যে এই নিয়োগ ঘিরে ২টি নোটিফিকেশন জারি করা হলেও হয়নি নিয়োগ৷

এই নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে কয়েক হাজার কর্মপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু তারপর দীর্ঘদিন কেটে গেলেও নিয়োগ প্রক্রিয়ার কাজ এগোয়নি। এই ঘটনার জন্যে প্রশাসনিক উদাসীনতাকেই দায়ী করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ৷ এখনও পর্যন্ত অর্থ দফতর অনুমোদন না দেওয়ায় নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন সহ  প্রশাসনিক আধিকারিকরা। গোয়ালপোখরের বিধায়ক ও রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি তৎকালীন প্রতিমন্ত্রী থাকলেও কেন তাঁকে ডিএলএসসিতে রাখা হয়নি, সে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে শাসক দলের অন্দরে।

সিএসজিই সংস্থার তরফে উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুষশ মুখোপাধ্যায় জানান, নিয়োগ পরীক্ষা না হওয়ায় চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত হয়ে আছে, তেমনই পঞ্চায়েত স্তরে কর্মীদের প্রোমোশনও আটকে রয়েছে। একইসঙ্গে উন্নয়নের কাজও ব্যাহত হচ্ছে। অন্যদিকে জেলা পরিষদের অ্যাডিশনাল এগজিকিউটিভ অফিসার প্রদীপকুমার বিশ্বাস বলেছেন, প্যানেলটি ইতিমধ্যেই ওপরমহলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − six =