সরকার দিতে চাইলেও সুপ্রিম কোর্ট…প্রাথমিকে চাকরি নিয়ে বোমা ফাটাল পর্ষদ

সরকার দিতে চাইলেও সুপ্রিম কোর্ট…প্রাথমিকে চাকরি নিয়ে বোমা ফাটাল পর্ষদ

কলকাতা: প্রাথমিকে চাকরির অপেক্ষায় বহু দিন ধরেই প্রতীক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। এরই মধ্যে প্রাথমিক নিয়ে কার্যত বোমা ফাটাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল৷ এদিন আদালতের কথা তুলে ধরেন তিনি। গৌতম বলেন, সুপ্রিম কোর্ট ছাড়পত্র না দিলে প্রাথমিকে চাকরির ব্যবস্থা করা যাচ্ছে না। সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন, ২০১৪ সালের ব্যাচ ও ২০১৭ সালের ব্যাচের মধ্য়ে আইনি লড়াই চলছে।

এদিন পর্ষদ সভাপতির পাশেই ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, সুপ্রিম কোর্টের জন্যেই আমরা আটকে আছি। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেলই আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করব৷  এক্ষেত্রে যে প্রশ্নটি উঠে আসছে, তা হল প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ তবে কি বিশ বাঁও জলে চলে গেল?  পর্ষদের বক্তব্য, গোটা বিষয়টি নির্ভর করছে সুপ্রিম কোর্টের ছাড়পত্রের উপর। 

গৌতম পালের কথায়, ‘‘সরকার চাকরি দেওয়ার জন্য প্রস্তুত৷ আমি প্রতিদিন দলে দলে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলছি। ২০১৪ সালের ব্যাচ আসে। তারা বলছে আমাদের দিন, ২০১৭ সালের ব্যাচকে দেবেন না। আবার ২০১৭ সালের ব্যাচের প্রার্থীরা বলছেন, স্যার আমাদের দিন, ২০১৪ সালের ব্যাচকে দেবেন না। তারা একে অপরের বিরুদ্ধে কোর্টে চলে যাচ্ছে। বোর্ডের বিরুদ্ধে নয়, বোর্ডকে পার্টি করা হচ্ছে।’’ 

তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট ছাড়পত্র না দিলে, তারাও প্যানেল প্রকাশ করতে পারছে না। তবে তিনি আশাবাদী,  শীঘ্রই ছাড়পত্র দেওয়া হবে৷  তবে আপাতত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকা ছাড়া যে কোনও পথ নেই, সে কথাও উল্লেখ করেছেন তাঁরা। তবে নিয়োগ নিয়ে জট কবে কাটবে, কবে চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটবে, সে সম্পর্কে কোনও আশার কথা শোনাতে পারেনি পর্ষদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *