rbi
নয়াদিল্লি: গত মঙ্গলবার থেকে শুরু হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসির বৈঠক। রেপো রেট নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর ছিল সকলের। কিন্তু, এবারও সুখবর পেলেন না ব্যাঙ্কের ঋণগ্রহীতারা৷ আরও একবার রেপো রেট অপরিবর্তনীয় রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এই নিয়ে টানা ছয় বার রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। ফলে রেপো রেট অপরিবর্তিত থাকল ৬.৫ শতাংশেই। আরবিআই-এর মানিটারি পলিসির বৈঠকে ছয় সদস্যের মধ্যে পাঁচ জনের মঞ্জুরির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রেপো রেট অপরিবর্তিত থাকায় হেমলোন নেওয়া গ্রাহকদের পকেটে নতুন করে চাপ বাড়বে না বলেই আশা করা হচ্ছে। অপরিবর্তিত থাকতে পারে ইএমআই এবং ঋণের ওপর সুদের হার। তবে রেপো রেট না বাড়ায় বিভিন্ন ব্যাঙ্কের স্থায়ী আমানতের হারও সম্ভবত অপরিবর্তিত থাকবে৷