rbi
নয়াদিল্লি: আরও একবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ এই নিয়ে টানা সাত বার অপরিবর্তিত থাকল ‘রেপো রেট’৷ শেষবার রেপো রেটে পরিবর্তন এসেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। আগের মতোই রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ। ফলে মধ্যবিত্তদের উপর নতুন করে ঋণের চাপ বাড়ছে না৷ কারণ রেপো রেট অপরিবর্তিত রাখার অর্থ ঋণের সুদের হারও সম্ভবত অপরিবর্তিতই থাকবে৷
‘মনিটারি পলিসি কমিটি’ (আর্থিক নীতি নির্ধারণ কমিটি)-র দ্বিমাসিক বৈঠকে সংখ্যাগরিষ্ঠতের মতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার জানান আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেট অপরিবর্তিত রাখার প্রসঙ্গে আরবিআই গভর্নর জানান, দেশের মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার কাছাকাছি চলে যাচ্ছে। গত ন’মাসে মুদ্রাস্ফীতিও হ্রাস পেয়েছে৷ জ্বালানির দামও টানা ছয় মাস ধরে কম। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আরবিআই সদা সচেষ্ট থাকবে বলেও মন্তব্য করেছেন শক্তিকান্ত৷