৮৪১ শূন্যপদে কর্মী নিয়োগ করছে RBI, স্থানীয় ভাষায় গুরুত্ব

আগামী ১৫ মার্চের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র

মুম্বই: করোনা কালে নুইয়ে পড়া অর্থনীতিকে ফের চাঙ্গা করতে এখন মরিয়া কেন্দ্র সরকার। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই-তেও তাই লেগেছে কর্মসংস্থানের হাওয়া। দেশের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসে একগুচ্ছ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

সম্প্রতি আরবিআই-তে অফিস পরিচারকের পদে নিয়োগ করা হচ্ছে মোট ৮৪১ জনকে, জানা গেছে সংস্থা সূত্রের খবরে। এদিন অফিসিয়াল ওয়েবসাইটে পরিচারকের শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় এই ব্যাঙ্কের তরফে। আগামী ১৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চালু থাকবে। এই কর্মসংস্থানের ক্ষেত্রে দেশ জুড়ে বিভিন্ন রাজ্য থেকেই প্রার্থী বাছাই করা হবে। আগ্রহী এবং উপযুক্ত চাকরিপ্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানিয়েছে আরবিআই। আসুন দেখে নেওয়া যাক এই চাকরিতে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বাছাই পর্বের বিস্তারিত বিবরণ এবং অন্যান্য খুঁটিনাটি।

গুরুত্বপূর্ণ তারিখ: সম্প্রতি জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস পরিচারকের ৮৪১টি শূন্যপদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ ফেব্রুয়ারি। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে আবেদন গ্রহণ। এরপর পরীক্ষার মাধ্যমে প্রার্থীর যোগ্যতা বাছাই করা হবে। আরবিআই জানিয়েছে, আগামী ৯ এবং ১০ এপ্রিল পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা এবং বয়স: অফিস পরিচারকের পদে আবেদন জানাতে হলে প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে। রাজ্য সরকারি কিংবা সর্বভারতীয় শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণীর পরীক্ষা পাশের শংসাপত্র প্রয়োজন হবে। ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরাই এক্ষেত্রে আবেদনের যোগ্যতা পাচ্ছেন।

বাছাই প্রক্রিয়া: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চাকরির জন্য প্রার্থীদের আবেদনের পরে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষা সম্পন্ন হবে অনলাইন মাধ্যমে। এতে উত্তীর্ণ হলে প্রার্থীদের স্থানীয় ভাষায় দিতে হবে আরো একটি পরীক্ষা। উত্তরপত্রে ভুল উত্তরের ক্ষেত্রে কাটা হবে নম্বর।

আবেদন ফি: ওবিসি এবং জেনারেল প্রার্থীরা ৪৫০ টাকার বিনিময়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। এছাড়া তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের দিতে হবে ৫০টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *