rbi
নয়াদিল্লি: মনেটরি পলিসি কমিটির বৈঠক শেষে রেপো রেট সংক্রান্ত বড় ঘোষণা করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। অপরিবর্তিত রাখা হল রেপো রেট৷ ফলে লোনের ইএমআই এখনই বৃদ্ধির সম্ভাবনা থাকছে না৷ এর ফলে ত্রৈমাসিকে রেপো রেট ৬.৫ শতাংশই থাকল। গত বছর মে মাস থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল্যস্ফীতির উদ্বেগের কারণে ধাপে ধাপে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল।
আরবিআই গভর্নর জানিয়েছেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট থাকবে ৬.২৫ শতাংশ। মার্জিনাল স্ট্যান্ডিং ফেলিসিটি রেট থাকবে ৬.৭৫ শতাংশ এবং ব্যাঙ্ক রেট থাকবে ৬.৭৫ শতাংশ। অপরদিকে ফিক্সড রিভার্স রেপো রেট থাকবে ৩.৩৫ শতাংশ।
চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ আশা করা হয়েছিল৷ সেটা বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। দেশের জিডিপি বৃদ্ধি নিয়ে আশাবাদী আরবিআই। শুক্রবার শক্তিকান্ত দাস বলেন, বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতীয় অর্থনীতি মজবুত রয়েছে। তবে মুদ্রাস্ফীতি মোকাবিলায় সজাগ থাকাটাও জরুরি৷