রেশন দুর্নীতিতে ম্যারাথন তল্লাশি, ১ কোটি টাকা উদ্ধার করল ইডি

রেশন দুর্নীতিতে ম্যারাথন তল্লাশি, ১ কোটি টাকা উদ্ধার করল ইডি

d1faa1181bcbbdba51b705ca3d87b1b1

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ম্যারাথন তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করল ইডি। শুধুমাত্র অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস হানা দিয়েই উদ্ধার হয়েছে ১ কোটি টাকা৷ অন্যান্য জায়গায় তল্লাশি চালিয়ে মিলেছে আরও ৪০ লক্ষ টাকা৷ রেশন দুর্নীতির তদন্তে নেমে শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় ২৭ ঘণ্টা ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি-র আধিকারিকরা৷ কলকাতার একটি অফিস, উলুবেড়িয়ার একটি মিলের পাশাপাশি অভিযান চলে নদিয়া ও বনগাঁয়৷ সবকটিই অঙ্কিত ইন্ডিয়ার অফিস ও মিল৷ সেখান থেকেই এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে৷ টাকা উদ্ধারের পাশাপাশি প্রচুর নথিপত্রও উদ্ধার করা হয়েছে। অবৈধ পথে এই বিপুল পরিমাণ টাকা সঞ্চয় করা হয়েছে বলে অনুমান ইডি-র। এই টাকার কোনও হিসাব এখনও পাওয়া যায়নি৷ 

রেশন দুর্নীতিকাণ্ডে ইডির আতস কাঁচে রয়েছে দীপেশ ও হিতেশ চন্দক৷ ইডি-র দাবি, অঙ্কিত ইন্ডিয়ার দুই ডিরেক্টর দীপেশ ও হিতেশ চন্দককে বিহারের পশু খাদ্য মামলার প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিলেন৷ ১৯৯৬ সালে তাঁদের গ্রেফতার করে সিবিআই। তবে ওই মামলায় রাজসাক্ষী হয়ে ছাড়া পান দীপেশ ও হিতেশ৷ ঘটনাচক্রে অঙ্কিত ইন্ডিয়ার এই দুই ডিরেক্টরের নাম উঠে এসেছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠদের তালিকায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *