আয়ের একটা বড় অংশ যেন দাতব্যে! কত সম্পত্তি রেখে গেলেন রতন টাটা?

Ratan Tata Philanthropy and Wealth মুম্বই: পুজোর মধ্যেই এল দুঃসংবাদ৷ প্রয়াত মহীরুহ শিল্পপতি রতন টাটা৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর৷ দেশের সফল ব্যবসয়ীদের মধ্যে অন্যতম…

Ratan Tata Philanthropy and Wealth

Ratan Tata Philanthropy and Wealth

মুম্বই: পুজোর মধ্যেই এল দুঃসংবাদ৷ প্রয়াত মহীরুহ শিল্পপতি রতন টাটা৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর৷ দেশের সফল ব্যবসয়ীদের মধ্যে অন্যতম ছিলেন রতন টাটা৷ ১৯৯১ থেকে ২০১২ পর্যন্ত টাটা গ্রুপের দায়িত্ব শক্ত হাতে সামলান তিনি৷ টাটা গোষ্ঠীকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি৷ জানেন কত সম্পত্তি রেখে গেলেন রতন টাটা? (Ratan Tata Philanthropy and Wealth)

কত সম্পত্তি রেখে গেলেন রতন টাটা? Ratan Tata Philanthropy and Wealth

বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে টাটা গ্রুপের ব্যবসা৷ গৃহস্থের হেঁশেল থেকে বিমান পর্যন্ত সর্বত্র রয়েছে টাটার ব্যবসা। এই গ্রুপের ১০০টিরও বেশি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে, যাদের মোট টার্নওভার প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। রিপোর্ট অনুযায়ী, আনুমানিক ৩৮০০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন এই শিল্পপতি।

বড় অংশ যেত দানে

২৮ ডিসেম্বর ১৯৩৭ সালে জন্ম রতন টাটার৷ দীর্ঘদিন ছিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান৷ তাঁর বিশাল বড় সাম্রাজ্য দেখার পর সম্পদের এই পরিসংখ্যান অনেকেই অবাক করতে পারে। মনে হতেই পারে, এত বড় শিল্পপতির সম্পত্তি মাত্র এতটুকু? তবে এর পিছনে থাকা কারণ, তাঁকে সকলের থেকে আলাদা করে তুলেছে৷ তাঁর উপার্জনের একটি বড় অংশ ব্যয় হত দান-ধ্যানের কাজে৷  জনহিতৈষীদের মধ্যে অন্যতম রতন টাটা, তাঁর আয়ের একটি বড় অংশ টাটা ট্রাস্টে দান করতেন। যা টা ট্রাস্ট হোল্ডিং কোম্পানির অধীনে সংস্থাগুলির মোট উপার্জনের প্রায় ৬৬ শতাংশ৷

 

২০০৪ সালের সুনামি থেকে ২০২০ সালের করোনা অতিমারি, বারবার ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন রতন টাটা৷ দাঁড়িয়েছেন আর্থিক সঙ্কটে পড়া ছাত্রদের পাশে৷ দুঃস্থ ছাত্রদের জেএন টাটা এনডাউমেন্ট, স্যার রতন টাটা স্কলারশিপ এবং টাটা স্কলারশিপের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়।

National: Ratan Tata, who passed away at 86, left an indelible mark on India’s business landscape. Despite immense wealth, he led a simple life and donated extensively. Tata Group’s global ventures highlight his legacy. He passed away in Breach Candy Hospital, Mumbai.