রতন টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ, মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে শায়িত থাকবে মরদেহ

ratan tata funeral public tribute মুম্বই: প্রয়াত রতন টাটা৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ৷ প্রয়াত শিল্পপতিকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার তাঁর মরদেহ শায়িত…

ratan tata funeral public tribute

ratan tata funeral public tribute

মুম্বই: প্রয়াত রতন টাটা৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ৷ প্রয়াত শিল্পপতিকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার তাঁর মরদেহ শায়িত থাকবে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টে পর্যন্ত রতন টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। আজ বিকেলেই মহারাষ্ট্রের ওরলিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। অশীতিপর শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (ratan tata funeral public tribute)

৪টেয় শেষকৃত্য ratan tata funeral public tribute

টাটা পরিবার সূত্রে খবর, বেলা সাড়ে ৩টের সময় নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে প্রয়াত শিল্পপতির শেষযাত্রা৷ ৪টের সময় শেষকৃত্যের কাজ শুরু করা হবে৷ টাটা পরিবারের তরফেএকটি বিবৃতিতে বলা হয়েছে, “সাড়ে ১০টার সময় রতন টাটার মরদেহ মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের এনসিপিএ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ মানুষ তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন।”

 

 National: Ratan Tata passes away, leaving the nation in mourning. Public can pay respects on Thursday at NCPA, Nariman Point, Mumbai, from 10:30 AM to 3:30 PM. Final rites in Worli, attended by Union Home Minister Amit Shah. Funeral procession starts at 3:30 PM.