rare species
কলকাতা: মাছ নয়, এ যেন সোনার অলঙ্কার৷ এক একটি মাছের দাম শুনলে চোখ কপালে ওঠে৷ না, পাঁচশো, হাজার কিংবা দু’হাজার ন৷ এক একটির দাম প্রায় এক লক্ষ টাকা! এমনই বিরল প্রজাতির ৫০০টি মাছ ধরা পড়ল অসমে। আন্তর্জাতিক বাজারে যার দর প্রায় সাড়ে ৪ কোটি টাকা!
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ডিব্রুগড় বিমানবন্দর থেকে বহুমূল্যের এই মাছ উদ্ধার হয়েছে। পুলিশের চোখে ধুলো দিয়ে মাছগুলি বিদেশে পাচার করা হচ্ছিল। মাছগুলির নাম ‘চান্না বারকা’৷ এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁদের নাম যথাক্রমে শ্রীধন সরকার এবং জিতেন সরকার৷ তাঁরা তিনসুকিয়া জেলার বাসিন্দা৷ কলকাতাগামী বিমানে ওঠার সময়ই তাদের হাতেনাতে ধরে পুলিশ।