একটিরই দাম প্রায় লাখ টাকা! অসমে ধরা পড়ল সাড়ে চার কোটি মূল্যের বিরল প্রজাতির ৫০০ মাছ

একটিরই দাম প্রায় লাখ টাকা! অসমে ধরা পড়ল সাড়ে চার কোটি মূল্যের বিরল প্রজাতির ৫০০ মাছ

rare species

কলকাতা: মাছ নয়, এ যেন সোনার অলঙ্কার৷ এক একটি মাছের দাম শুনলে চোখ কপালে ওঠে৷ না, পাঁচশো, হাজার কিংবা দু’হাজার ন৷ এক একটির দাম  প্রায় এক লক্ষ টাকা! এমনই বিরল প্রজাতির ৫০০টি মাছ ধরা পড়ল অসমে। আন্তর্জাতিক বাজারে যার দর প্রায় সাড়ে ৪ কোটি টাকা!

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ডিব্রুগড় বিমানবন্দর থেকে বহুমূল্যের এই মাছ উদ্ধার হয়েছে। পুলিশের চোখে ধুলো দিয়ে মাছগুলি বিদেশে পাচার করা হচ্ছিল। মাছগুলির নাম ‘চান্না বারকা’৷ এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁদের নাম যথাক্রমে শ্রীধন সরকার এবং জিতেন সরকার৷ তাঁরা তিনসুকিয়া জেলার বাসিন্দা৷ কলকাতাগামী বিমানে ওঠার সময়ই তাদের হাতেনাতে ধরে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + twenty =