গ্রেফতার ৩৬ কংগ্রেস নেতা, পুলিশি সন্ত্রাসের অভিযোগ, পঞ্চায়েত সমিতি গঠনে অর্ন্তবর্তী স্থগিতাদেশ হাই কোর্টের

গ্রেফতার ৩৬ কংগ্রেস নেতা, পুলিশি সন্ত্রাসের অভিযোগ, পঞ্চায়েত সমিতি গঠনে অর্ন্তবর্তী স্থগিতাদেশ হাই কোর্টের

36 Congress

কলকাতা: পঞ্চায়েতের ভোট পর্ব মিটেছে অনেক দিন হল৷ কিন্তু এখনও মেটেনি সন্ত্রাস৷ এবার বোর্ড গঠন নিয়ে সন্ত্রাসের অভিযোগ উঠল অধীর গড়ে৷। সেই অভিযোগেই মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বোর্ড গঠনে অর্ন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বেলা ১২টা নাগাদ এই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যে যদি বোর্ড সম্পন্ন হল, তাহলেও ২০ সেপ্টেম্বরের আগে ওই সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না বলেই নির্দেশ আদালতের। মামলার পরবর্তী শুনানি হবে ১৪ সেপ্টেম্বর। (36 Congress)

মুর্শিদাবাদের রানিনগরে পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনে ‘বাধা’ দেওয়ার আভিযোগে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। পঞ্চায়েতের সভাপতি সহ- মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তাদের অভিযোগ৷ 

এদিন আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ তিনি বলেন, “বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানাই।” একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়ে অধীরের তোপ, “মানুষের মতামতকে পদদলিত করে বাংলাজুড়ে নৈরাজ্য তৈরি করছে তৃণমূল। জানি না, এদের পেটের খিদে কতটা। এতকিছু গিলেও দিদির পেট ভরছে না। তৃণমূলের পেট না ইন্ডিয়ার গেট?”

উল্লেখ্য, মুর্শিদাবাদের রানিনগর পঞ্চায়েত সমিতিতে মোট ২৭টি আসন রয়েছে। এর মধ্যে বাম-কংগ্রেস জোটের দখলে যায় ১৪টি আসনে। কংগ্রেস ৯ এবং সিপিএম জেতে ৪টিতে৷ অন্যদিকে, আরএসপি জেতে ১টি আসনে। বাম কংগ্রেস জোট সভাপতি করে কংগ্রেসের কুদ্দুস আলিকে। অভিযোগ, গত শুক্রবার পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকেই গ্রেফতার করা হয় কুদ্দুসকে৷ তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্যেও চাপ দেওয়া হয়৷  তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয় বাম কংগ্রেস জোট। ওই মামলার শুনানিতেই রানিনগরে বোর্ড গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি সিনহা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =