ramswarup sharma
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় পুরদস্তুর তদন্ত শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সিজিও কমপ্লেক্সে দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ৷ কখনও ডেকে পাঠানো হয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ককে। কখনও তলব করা হয়েছে মন্ত্রীর বাড়ির পরিচারককে। গতকালের পর শনিবার দুপুরে ফের ইডির দফতরে হাজির মন্ত্রীর বাড়ির পরিচারক তথা কৃষি দফতরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী রামস্বরূপ শর্মা। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই এধিন বিস্ফোরক দাবি করেন তিনি। তাঁর কথায়, অনেকদিন আগে ‘সাহেব’ (পড়ুন জ্যোতিপ্রিয় মল্লিক)-এর নাম করে কয়েকজন তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। রেশন দুর্নীতি মামলায় এই পরিচারকের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে৷ তাঁর সম্পর্কে একাধিক তথ্য ইডির তদন্তকারী অফিসারের হাতে উঠে এসেছে বলে সূত্রের খবর৷
সূত্রের খবর, একটি সংস্থার ডিরেক্টর ছিলেন রামস্বরূপ শর্মা, তাঁর নামে একটি ফ্ল্যাটও রয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা বলে রামস্বরূপ বলেন, “কোম্পানির ব্যাপারে আমি কিছু জানি না। তবে কেষ্টপুরে আমার একটি ফ্ল্যাট আছে। লকডাউনের আগে সাহেবের থেকে লোন নিয়ে আমি এই ফ্ল্যাটটি কিনেছিলাম। তবে এর মধ্যে ৫ লাখ টাকা শোধও করে দিয়েছি।”
সাদা কাগজে সই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “হ্যাঁ, সই করেছিলাম। কিন্তু কীসের জন্য তা বলতে পারব না। যাঁরা সই করাতে এসেছিলেন, তাঁদের আমি চিনিও না। সাহেবের নাম করে বলেছিল, তাই সই করে দিয়েছিলাম। এটা অনেক বছর আগের কথা। উল্টোডাঙায় রাস্তায় দাঁড়িয়ে সই করেছিলাম। বলেছিল, সাহেব পাঠিয়েছে, সই করে দিতে বলছে।”