রামনবমীর মামলায় ফের ধাক্কা, রাজ্যের আচরণে বিরক্ত হাই কোর্ট

রামনবমীর মামলায় ফের ধাক্কা, রাজ্যের আচরণে বিরক্ত হাই কোর্ট

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: রামনবমী মামলায় সুপ্রিম কোর্টের পর হাই কোর্টেও ধাক্কা রাজ্যের৷ গত সোমবার সুপ্রিম কোর্ট রাজ্যের এনআইএ বিরোধিতা সংক্রান্ত আবেদন খারিজ করার পরেও এদিন কলকাতা হাই কোর্টের  বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে ফের একই আবেদন নিয়ে মামলা দায়ের করে রাজ্য। এই মামলা ফিরিয়ে দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ইতিমধ্যে রামনবমী মামলায় রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আর্জি জানায় এনআইএ।

সেই প্রেক্ষিতে আদালতের বক্তব্য, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা চ্যালেঞ্জ করছেন। তারপর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে কোনও ভাবেই ঢুকবে না আদালত। ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল যাবতীয় মামলার নথি NIA কে দিতে হবে। আগে সেই নির্দেশ কার্যকর করুক রাজ্য, তার পরে আপনাদের মামলা শোনা হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ এড়িয়ে নতুন মামলা করা হয়েছে৷ এক্ষেত্রে আগের নির্দেশ কার্যকর করতে দেরি করবে রাজ্য, সেটা মানব না। আপনারা টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যাবেন, সেখানেও নিজেদের পক্ষে রায় না পেলে সেখানকার নির্দেশ পালন করবেন না৷ এটা হতে পারে না। আগে NIA মামলা করেছে, তাদের মামলা আগে শুনব, তারপরে রাজ্যের। কারণ রাজ্য কোর্টের নির্দেশ পালন না করে নতুন মামলা করে বিষয়টা আরও ঘোরালো করছে৷ এই ভাষাতেই এদিন ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ 

প্রসঙ্গত, রামনবমীর দিন হাওড়া ও হুগলিতে শোভাযাত্রা বের করা নিয়ে ব্যাপক গন্ডোগোল হয়। দুই জায়গাতেই হিংসার ঘটনা ঘটে। বহু মানুষ আহত হন। হামলা চালানো হয় স্থানীয় ঘরবাড়িতেও। ওই ঘটনায় এনআইএ তদন্তে চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর জনস্বার্থ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আর্জির বিরোধিতা করে আদালতে যায় রাজ্য। হাই কোর্ট রাজ্যের আর্জি খারিজ করে দেয়৷ এর পর সর্বোচ্চ আদালত এফআইআর, প্রাথমিত তদন্তে পুলিশের সংগ্রহ করা নথিপত্র, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ইত্যাদি এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =