বিভ্রান্তিকর বিজ্ঞাপন, বিপাকে রামদেব! পতঞ্জলিকাণ্ডে যোগগুরুকে তলব করল সুপ্রিম কোর্ট

বিভ্রান্তিকর বিজ্ঞাপন, বিপাকে রামদেব! পতঞ্জলিকাণ্ডে যোগগুরুকে তলব করল সুপ্রিম কোর্ট

ramdev

কলকাতা: মিথ্যা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় যোগগুরু বাবা রামদেবের কাছে এল সুপ্রিম তলব। তবে রামদেব একা নন, মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে ডেকে পাঠানো হয়েছে তাঁর সহযোগী তথা পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকেও৷ 

ভুল বোঝানো বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েতে হয়েছে পতঞ্জলিকে। গত নভেম্বর মাসেই শীর্ষ আদালত জানিয়েছিল, ভুয়ো তথ্য দিয়ে বিজ্ঞাপন তৈরি করলে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে৷  আদালত অবমাননা সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে পতঞ্জলিকে নোটিস পাঠিয়ে কৈফিয়ত তলব করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নোটিসের জবাব না আসায় অসন্তুষ্ট আদালত৷ মঙ্গলবার বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বেঞ্চ রামদেব এবং বালকৃষ্ণকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 17 =