কলকাতা: তাঁকে তলব করেছিলেন রাজ্যপাল৷ সেই ডাকে সাড়া দিয়ে শনিবার রাজভবনে যাচ্ছেন না তিনি। জানিয়ে দিলেন রাজ্যের নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আপাতত মনোনয়ন পত্রের স্ক্রুটিনির কাজে ব্যস্ত রয়েছে তিনি৷ তাই আজ কোনও ভাবেই তাঁর পক্ষে যাওয়া সম্ভব হবে না৷ শনিবার ছাড়া অন্য যে কোনও দিন তলব করলে তিনি যেতে পারবেন বলেও সূত্রের খবর।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন দেওয়া নিয়ে ব্যপক অশান্তির অভিযোগ রয়েছে ভাঙড়ে। এই অশান্তির জন্য রাজ্য পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। শুক্রবার হিংসা কবলিত ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থানীয়দের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। ভাঙড় থেকেই ভোট সন্ত্রাস নিয়ে কড়া বার্তাও দেন তিনি। তার পরের দিন অর্থাৎ শনিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই রাজভবনে তলব করা হয় রাজ্য নির্বাচন কমিশনারকে। যদিও রাজীব জানিয়ে দেন, শনিবার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারছেন না। তবে অন্য যে কোনও দিন তলব করলে যেতে পারবেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>