আগামী তিন দিন বৃষ্টিতে ভিজবে রাজ্য, কোথাও ভারী, কোথাও অতিভারী বর্ষণ, কমবে গরম

আগামী তিন দিন বৃষ্টিতে ভিজবে রাজ্য, কোথাও ভারী, কোথাও অতিভারী বর্ষণ, কমবে গরম

rain

কলকাতা: ফের দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ৷ বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই নিম্নচাপের রূপ নিয়েছে৷ এদিকে রাঁচী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া দাপটে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণাবর্তটি মঙ্গলবার নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে সেটি অবস্থান করছে৷ আবহবিদরা জানিয়েছেন, একই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা রাঁচী থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবেই আগামী তিন দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ৷  ভেস্তে যেতে পারে পুজোর কেনাকাটার প্ল্যান৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ। বিশেষ করে কালিম্পং এবং শিলিগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি  হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে৷ 

ক’দিন আগেই নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। টানা কয়েক দিন ঝমঝমিয়ে বৃষ্টির পর রোদের দেখা মিলেছিল। কিন্তু ফের মেঘলা আকাশ৷ হাওয়া অফিস জানিয়ে দিল, এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 6 =