rain
কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মিগডাউম-এর প্রভাবে সকাল থেকেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই জুড়ে। ভাসছে উপকূলবর্তী অঞ্চল৷ রাস্তাঘাটে জল জমে গিয়েছে৷ ব্যহত স্বাভাবিক জনজীবন৷ মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ তারিখ অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যে ল্যান্ডফল হবে এই ঘূর্ণিঝড়ের। দক্ষিণ অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে চলেছে মিগজাউম। আছড়া পড়ার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্যোগ৷
এ রাজ্যের উপর মিগজাউমের সরাসরি প্রভাব না পড়লেও,আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন আসবে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে দুর্যোগের মাত্রা ভয়ঙ্কর রূপ নেবে না৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। ওই দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি নামতে পারে উপকূল সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টি শুরু হবে৷ বৃষ্টি হবে কলকাতাতেও। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। শনিবার থেকে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ৷