কলকাতা: ষষ্ঠীর সকাল থেকেই রোদ ঝলমলে নীল আকাশ৷ পেজা মেঘের আনাগোনা৷ পুজোর ভরপুর আমেজে চলছে পুজো পরিক্রমা৷ কিন্তু সেই আমেজ ভেস্তে যেতে বসেছে৷ ষষ্ঠীর বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। শনিবার দুপুরের পর থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাল হাওয়া অফিস৷
আরও পড়ুন- পুজোর ক’দিন প্রেসিডেন্সি জেলে এলাহি আয়োজন, কী কী খাবার পাতে পড়বে পার্থের?
মনোরম আবহাওয়ায় ষষ্ঠীর সকাল থেকেই পুজোর আনন্দে মেতেছিলেন মানুষ। কিন্তু বেলা গড়াতেই পাল্টে যাবে প্রকৃতির রূপ৷ হাওয়া অফিসের পূর্বাভাসে মন খারাপ রাজ্যবাসীর। শনিবার বেলা ১.১৫-র পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী এক থেকে দু’ঘণ্টার মধ্যে কলকাতার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। এই এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির সময় উৎসবমুখী মানুষকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে৷
আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠীর দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ায় পরিবর্তন আসবে। কলকাতার আকাশ থাকবে মেঘলা৷ তবে গরম কমার কোনও সম্ভাবনা নেই৷ শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়ায়৷ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
তবে কলকাতায় এখনই ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি নেমে বাধ সাধবে পুজোর আনন্দে৷ হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরেই অষ্টমী থেকে দশমী দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে৷ সমুদ্র উপকূলবর্তী দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
দক্ষিণের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরেও৷ দশমীতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>