কলকাতা: বঙ্গোপসাগরে দানা বাঁধছে গভীর নিম্নচাপ৷ সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে চলেছে৷ এমনটাই ইঙ্গিত কেন্দ্রীয় আবহাওয়া দফতরের। আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপের জেরে এই সময় সমুদ্র উত্তাল থাকবে৷ এই সময় মৎস্যজীবীদের না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একটি বেসরকারি আবহাওয়া সংস্থার পূর্বাভাস, বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের দিকে অগ্রসর হবে বলেই মনে করা হচ্ছে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কম বলে ওই সংস্থার মত৷ শুক্রবারের পর বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে৷
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের ফলে বুধবার দক্ষিণবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে। ওইদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে উপকূলবর্তী কোথাও কোথাও অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গের উপর কতটা পড়বে, মঙ্গলবার তা ভালোভাবে বোঝা যাবে।