rain
কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে বুধবার বিকেল থেকে টানা বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের মাটি৷ বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হয়েছে জেলায় জেলায়৷ শুক্রবারও কি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার শুধুমাত্র মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হবে৷ তাও হালকা৷ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের আকাশ ঢাকা থাকবে মেঘে৷
বৃহস্পতিবার রাতের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার উত্তরের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে একেবারে হালকা বৃষ্টি হতে পারে। বাকি ছ’টি জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ আর মেঘ সরতেই হু হু করে নামবে পারদ৷ আগামী তিনদিনে রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস৷