রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে ভাসবে কোন কোন জেলা?

রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে ভাসবে কোন কোন জেলা?

 কলকাতা: মার্চের শুরুতেই ফের বৃষ্টির ভ্রুকুটি। সপ্তাহান্তেই শুরু হয়ে যাবে প্রবল দুর্যোগ। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷  তেমনটাই জানাল হাওয়া অফিস৷ কিন্তু কোন কোন জেলায় বৃষ্টি হবে?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই বৃষ্টি নামবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। রবিবার উত্তরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে৷ তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে৷ পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। রবিবার থেকে বৃষ্টি নামবে দক্ষিণে৷ আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায়৷  আগামী ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়াতেও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 1 =