কলকাতা: বৃষ্টিতে ভাসছে উত্তর৷ দক্ষিণ এখনও শুকনো৷ জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি৷ আগামী সপ্তাহে বর্ষা ঢুকবে বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা৷ কিন্তু তার আগে পর্যন্ত গরমের হাত থেকে রেহাই মিলবে না৷ শনিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গুমোট গরম থাকবে৷ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে৷ আপাতত তিনদিন গরমের হাত থেকে নিস্তার মিলবে না৷ তবে কোথাও কোথাও বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে৷ তা থেকে বৃষ্টি নামবে৷ তাতে গরম কমবে না৷ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জেরে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ও ভগবানগোলায় মৃত্যু হয়েছে দু’জনের৷
আজ, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সবকটি জেলাতেই বইবে ঝোড়ো হাওয়া৷
তবে আগামিকাল কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে অস্বস্তিকর গরম অনুভূত হবে। এছাড়া বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদেও ভ্যপসা গরম থাকবে৷ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। তবে গরমের মাঝেই এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>