কলকাতায় পারদ পতন, কনকনে ঠান্ডায় মজেছে বঙ্গবাসী, সঙ্গে বৃষ্টির ভ্রূকুটি

কলকাতায় পারদ পতন, কনকনে ঠান্ডায় মজেছে বঙ্গবাসী, সঙ্গে বৃষ্টির ভ্রূকুটি

rain

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান৷ নতুন বছরে দেখা মিলল শীতের৷ সকাল-সন্ধ্যায় বেশ কনকনে ঠান্ডা উপভোগ করছে শহরবাসী৷ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার আরও কিছুটা নামল কলকাতার পারদ। আজ হরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন বছরের শুরুতে শীত জাঁকিয়ে পড়লেও, তা বেশি দিন চলবে না। আগামী দু’-তিন দিনের মধ্যেই ফের বাড়বে তাপমাত্রা৷

ভোরের দিকে আকাশের মুখ ঢাকা থাকছে কুয়াশার আস্তরণে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশও পরিষ্কার হয়ে যাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে, রাজ্যের পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসও হু হু করে ঢুকছে রাজ্যে৷ যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু অংশে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =