সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ভিজতে পারে কলকাতাও! দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ভিজতে পারে কলকাতাও! দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি

544e0d20f9ef98d7cb513a9ea769abcc

কলকাতা:  বুধবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ। এর পর সাগরের উপরেই তা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি নামবে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারই আন্দামানের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে৷ ক্রমেই তা পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে৷ উত্তর-পশ্চিম দিকে আরও খানিকটা এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছনোর পর বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হবে৷ এর পর অভিমুখ ঘুরিয়ে উত্তর-পূর্বে ধেয়ে আসবে নিম্নচাপ। তবে ওড়িশা উপকূলে পৌঁছে তা অনেকখানি শক্তি হারাবে বলেই অনুমান আবহবিদদের৷ 

বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপের ধাক্কাতেই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূল সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে৷ বৃহস্পতিবার এই তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ শুক্রবার দুই ২৪ পরগনায় বৃষ্টি কিছুটা বাড়বে৷ শনিবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস৷ 

তিন জেলার পাশাপাশি শনিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য বৃষ্টি হবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া এবং ঝাড়গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *