rain
কলকাতা: দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা৷ শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। আজ দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত দু’দিন ধরেই দফায় দফায় বৃষ্টি চলছে৷ আগামী সোমবার পর্যন্ত এমনই চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছিল, শুক্রবার সেটি সরে দক্ষিণ ঝাড়খন্ডে অবস্থান করছে। আগামী দু’দিনে এই নিম্নচাপ ঝাড়খন্ড ছাড়িয়ে বিহার অভিমুখে এগিয়ে যাবে। এই নিম্নচাপের প্রভাবেই বঙ্গে দুর্যোগের এই ঘনঘাটা৷ জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবার সকালে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দু’একটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে৷ দক্ষিণের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহের কিছু কিছু এলাকায়৷ শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে৷
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৩ থেকে ৯৬ শতাংশ।