কলকাতা: বাংলা থেকে শীত বিদায় নিয়েছে৷ রাজ্যে এখন পাতাঝরা বসন্তের মরশুম৷ এরই মধ্যে এল দুর্যোগের ইঙ্গিত৷ রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে ফের বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও৷ তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও৷
আজ, শনিবার এবং রবিবার রাজ্যের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে বলেই জানিয়েছে। তবে সোমবার থেকে ফের বদলে যাবে আবহাওয়া৷ ওই দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া। মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সোমবার বৃষ্টি হবে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে৷ বুধবার থেকে গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া থাকবে৷