বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি! কেমন যাবে পঞ্চমীর সন্ধে?

rain forecast in durga puja কলকাতা: রাত পোহালেই ষষ্ঠী৷ মায়ের বোধন৷ কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে সেই মহালয়া থেকেই৷ তবে তাতে বাধ সাধতে পারে…

rain forecast in durga puja

rain forecast in durga puja

কলকাতা: রাত পোহালেই ষষ্ঠী৷ মায়ের বোধন৷ কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে সেই মহালয়া থেকেই৷ তবে তাতে বাধ সাধতে পারে বৃষ্টি৷ পঞ্চমীর সকালে অবশ্য হাওয়া অফিস জানিয়েছিল, হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, মঙ্গলবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷  তবে সেই পূর্বাভাস বদলে রীতিমতো জলমগ্ন হল শহর। (rain forecast in durga puja )

সন্ধ্যায় বৃষ্টি rain forecast in durga puja

বেলা বাড়তেই কলকাতা-সহ সংলগ্ন জেলার অধিকাংশ এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল৷ পড়ল বাজ। তবে এখানেই থামবে না বৃষ্টি৷ বিকেল থেকে সন্ধের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে মাথায় উঠতে পারে সন্ধ্যার প্রোগ্রাম৷

megh durga

অক্ষরেখা বিস্তৃত

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণেই কোনও কোনও জায়গায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।

 

Weather: With Durga Puja’s sixth day approaching, Kolkata faces heavy rains. The weather forecast initially predicted light showers, but the city is now waterlogged. Evening plans might be disrupted. Rain caused by a cyclonic system over the Bay of Bengal.