কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! ১০ জেলায় রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! ১০ জেলায় রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস

rain

কলকাতা: বসন্তের শুরুতেই গায়েব শীত৷ ফেব্রুয়ারি মাসেই ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। শীত বিদায়ের সঙ্গে সঙ্গে বাতাসেও আর্দ্রতা বাড়ছে। বেলা বাড়তেই গা জ্বালানো রোদ। দিনের তাপমাত্রা এখনই পৌঁছে গিয়েছে ৩০ ডিগ্রিতে। রাতের তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি৷ এরই মধ্যে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে যাবে ঝড়বৃষ্টি৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। শিলাবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে৷ 

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। তবে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে৷ সকাল থেকেই বৃষ্টি শুরু হবে প্রায় সব জেলাতেই৷  বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে৷ বৃহষ্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *