মাঘ ফুরতেই চড়ছে পারদ, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

মাঘ ফুরতেই চড়ছে পারদ, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

কলকাতা: একেবারে বিদায় লগ্নে পৌঁছে গিয়েছে শীত। লাফিয়ে বাড়ছে রাতের তাপমাত্রা৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৯ ডিগ্রিতে৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। এরই মধ্যে কিছু জেলায় আবার বৃষ্টি হয়েছে। সরস্বতী পুজোয় ভিজেছে পুরুলিয়া ও বাঁকুড়ায়। তবে বৃষ্টির সম্ভাবনা এখনও পুরোপুরি কাটেনি৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আজও হালকা বৃষ্টি হতে পারে রাজ্যের  কয়েকটি জেলায়। তবে নতুন করে আর শীত আসবে না৷ বরং বাড়বে তাপমাত্রা৷ 

এদিন সকালে কলকাতার আকাশেও হালকা মেঘ দেখা গিয়েছে৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলো ফোটে৷ তবে আবহবিদরা জানাচ্ছেন, রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে৷ পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বৃষ্টির একটি দীর্ঘ অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবে হু হু করে জলীয় বাষ্প ঢুকে পড়ছে। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে দমকা হাওয়া। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু’এক পশলা বৃষ্টি হতে পারে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =