রাতভর বৃষ্টিতে ডুবল কলকাতার বহু রাস্তা, কতদিন চলবে দুর্যোগ? কী বলছে আলিপুর হাওয়া অফিস?

রাতভর বৃষ্টিতে ডুবল কলকাতার বহু রাস্তা, কতদিন চলবে দুর্যোগ? কী বলছে আলিপুর হাওয়া অফিস?

a02aadbd45c772403a14bf0fd648f6a3

কলকাতা: রাতভর অবিরাম বৃষ্টি! মঙ্গলবার রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ কখনও কখনও বৃষ্টি একটু ছাড়লেও, কিছুক্ষণের মধ্যেই ফের ঝেঁপে বৃষ্টি নামছে৷ টানা ৮-৯ ঘণ্টার বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার রাস্তাঘাট৷ বেশ সমস্যার পড়েছে পড়ুয়া৷ অফিস যেতে নাকাল চাকরিজীবীরা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ বুধবার দিনভর বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া একই রকম থাকবে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়।  দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে।

একদিনের নিরিখে স্বাভাবিক গড়ের তুলনায় মঙ্গলবার ৬০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়। আলিপুর হাওয়া অফিসের দৈনিক বৃষ্টির বুলেটিন অনুযায়ী ২৭ জুন কলকাতায় ১৭২ মিলিমিটার, উত্তর ২৪ পরগনায় ১০৯ মিলিমিটার, দক্ষিণ ২৪ পরগনায় ২৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ 

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপ বর্তমানে ছত্তীসগড়ের কাছে অবস্থান করছে৷ তার প্রভাবেই বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা তৈরি হয়েছে। সমুদ্র উত্তল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 
আগামীকাল পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতাতেও। আজ দিনভর আকাশ মেঘলাই থাকবে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। টানা বৃষ্টির দিনে তাপমাত্রা বেশ খানিকটা কম থাকলেও বৃষ্টি কমলেই ফের বাড়বে তাপমাত্রা। এক ঢাকায় ৪ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে পারদ। ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *