আপাতত নিস্তার নেই, রাজ্যে চলবে বৃষ্টি, এবার পুজোতেও কি ভিজবে বাংলা?

আপাতত নিস্তার নেই, রাজ্যে চলবে বৃষ্টি, এবার পুজোতেও কি ভিজবে বাংলা?

rain

কলকাতা: আজ ২ অক্টোবর৷ গান্ধী জয়ন্তী৷ সপ্তাহের শুরু হলেও আজ সরকারি ছুটি৷ কিন্তু, ছুটি নিল না বৃষ্টি৷ আবহাওয়ার খামখেয়ালিতে জল পড়ল পুজোর শপিংয়ে। অনেকেরই আজ কেনাকাটার প্ল্যানিং রয়েছে। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শহরের আকাশ সাধারণত মেঘলা থাকবে৷ কলকাতা এবং শহরতলিতে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ 

হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,  হাওড়া ও হুগলিতে বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও গাঙ্গেও পশ্চিমবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে আকাশে সূর্যের ঝলক দেখার সম্ভাবনা খুবই কম৷ কালো মেঘে ঢাকা থাকবে আকাশের মুখ৷ এদিকে, মঙ্গলবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এই সময় সাগর উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার কলকাতা ও সংলগ্ন জেলায় বৃষ্টি হবে৷ এর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল এবং পরশু ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায়।


আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। অন্যদিকে, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিক।  

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার গাঙ্গেয় বঙ্গে যে নিম্নচাপটি প্রবেশ করেছিল, সেটি গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলির উপরে অবস্থান করছে। রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চল এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপরে এর অবস্থান ছিল। খুব ধীর গতিতে সে উত্তর-পশ্চিম দিকে সরছে। এর ফলে পশ্চিমী জেলাগুলিতে আপাতত বৃষ্টির পরিমাণ বারবে৷ আবহবিদেরা জানান, মৌসুমি অক্ষরেখার সুবাদে জোরালো বৃষ্টি হবে উত্তরবঙ্গে। 

এদিকে, ১০ অক্টোবর গাঙ্গেয় বঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা। কিন্তু পরিস্থিতি যা, তাতে সময় পেরিয়ে পুজোতেও বর্ষা হাজির থাকবে কি না, তা নিয়েও জল্পনা বাড়ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =