সুখবর! ৩৫,২০৮টি শূন্যপদে নিয়োগ রেলের, অনলাইনে আবেদন

রেল বোর্ড তরফে জানানো হয়েছে, ‘নন টেকনিক্যাল পপুলার’ বা এনটিপি ক্ষেত্রে মোট ৩৫,২০৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে ২৪,৬০৫ টি পদে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের নিয়োগ করা হবে এবং ১০,৬০৩ টি পদে স্নাতক পাশ না করা পড়ুয়াদের নিয়োগ করবে রেল।

 

নয়াদিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ৩৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে রেল। মঙ্গলবারের একটি নির্দেশিকায় এমনটাই জানাল রেল রিক্রুটমেন্ট বোর্ড। অনলাইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল।

রেল বোর্ড তরফে জানানো হয়েছে, ‘নন টেকনিক্যাল পপুলার’ বা এনটিপি ক্ষেত্রে মোট ৩৫,২০৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে ২৪,৬০৫ টি পদে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের নিয়োগ করা হবে এবং ১০,৬০৩ টি পদে স্নাতক পাশ না করা পড়ুয়াদের নিয়োগ করবে রেল।

এই সমস্ত পদে মূল বেতনের পাশাপাশি পাওয়া যাবে মহার্ঘ ভাতা, বাড়িভাড়া ভাতা ও পরিবহণ ভাতা। সেই সঙ্গে পেনশন প্রকল্প, চিকিৎসা পরিষেবা সহ আরও বেশ কয়েকটি সুযোগ সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। বিবৃতিতে নির্ধারিত পদগুলির বয়স সীমা উল্লেখ করা হয়েছে রেল তরফে। সেক্ষেত্রে সাধারণ বিভাগে আবেদন জানানোর বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর। পাশাপাশি অন্যান্য অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে বয়সসীমা ধার্য হয়েছে ১৮ থেকে ৩৬ বছর। তফশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে এই বয়সসীমা ১৮ থেকে ৩৮ বছর ধার্য করা হয়েছে।

রেলের যে মোট ৯ বিভাগে এই নিয়োগ করা হবে৷ যে ৯ টি চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, সেগুলি হল ১. ক্লার্ক কাম টাইপিস্ট, ২. অ্যাকাউন্টস ক্লার্ককাম টাইপিস্ট, ৩. টাইম কিপার, ৪. ট্রেন’স ক্লার্ক ৫. কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ৬. ট্র্যাফিক অ্যাসিস্ট্যান্ট, ৭. ট্র্যাফিক অ্যাসিস্ট্যান্ট, ৮. কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এবং ৯. স্টেশন মাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =