চলতি মাসেই শুরু রেলের NTPC পরীক্ষা! জারি বিজ্ঞপ্তি

চলতি মাসেই শুরু রেলের NTPC পরীক্ষা! জারি বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় ভ্যাকসিনের আশ্বাস মিলতেই অর্থনীতির চাকা সচল করার দিকে মনোনিবেশ করেছে সরকার। নতুন বছরের শুরুতেই তাই একের পর এক চাকরির পরীক্ষা সংক্রান্ত বিবৃতি জারি করা হচ্ছে। সরকারি পদে নিয়োগের সুযোগ খুলছে যুব সমাজের সামনে।

এদিন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) তাদের দ্বিতীয় দফার নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির (NTPC) CBT পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গেছে, দ্বিতীয় দফার NTPC CBT পরীক্ষা শুরু হতে চলেছে চলতি মাসেই। আগামী ১৬ জানুয়ারি পরীক্ষা শুরুর দিন ধার্য করা হয়েছে। পরীক্ষা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্তে এই পরীক্ষার কেন্দ্র রয়েছে। পরীক্ষার্থীরা যাতে ১০ দিন আগে থাকতে দেশের বিভিন্ন শহরের পরীক্ষা কেন্দ্রগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, তার জন্য ৬ জানুয়ারি একটি নতুন লিঙ্ক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। এছাড়া, তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের ট্রাভেলিং অথরিটি ডাউনলোড করার লিঙ্কও রয়েছে এখানে।

এবছর প্রায় ২৭ লক্ষ পরীক্ষার্থী NTPC CBT পরীক্ষায় বসতে চলেছেন। আরআরবি-র বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা শুরুর চার দিন আগে থেকে পরীক্ষার্থীরা সকলে ই-কল লেটার এবং অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ডের ডাউনলোড লিঙ্কও মিলবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই।

জানা গেছে, ইতিমধ্যে দ্বিতীয় দফার NTPC CBT পরীক্ষায় বসার জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নথিভুক্ত করা সংশ্লিষ্ট ই-মেল আইডি এবং মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন জরুরি তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যে সকল প্রার্থীদের নাম এই পর্যায়ের পরীক্ষার্থীদের তালিকায় থাকবে না, তাঁরা পরের পর্যায়ে সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে। এই পরীক্ষায় যাঁরা সফল হবেন আরো কিছু ধাপ পেরোতে পারলেই তাঁরা পেয়ে যাবেন উচ্চ বেতনের চাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =