কলকাতা: বঙ্গ ভোটের প্রচার এখন জমজামাটি৷ প্রায় প্রতিদিন পালা করে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার মতো তাবড় তাবড় নেতারা৷ পাল্লা দিয়ে চলছে তারকাদের প্রচার৷ অন্যদিকে ভাঙা পা নিয়েই প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন জায়গায় রোড শো করছেন অভিষেক৷ জনসভা করছেন বাকি নেতানেত্রীরাও৷ আনা হয়েছে জয়া বচ্চনকে৷ সেই তুলনায় কিছুটা ফিকে সংযুক্ত মোর্চার প্রচারের আড়ম্বর৷ এখনও পর্যন্ত তাঁদের সমর্থনে দেখা যায়নি কোনও তারকা বা কেন্দ্রীয় নেতৃত্বকে৷ তবে ম্যাচের মাঝামাঝি পর্যায়ে পৌঁছে অবশেষে কংগ্রেস প্রার্থীদের হয়ে ব্যাট ধরতে আসছেন রাহুল গান্ধী৷
আরও পড়ুন- পিছু হটল কমিশন, ‘বিশেষভাবে সক্ষম’ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রত্যাহার
জানা গিয়েছে, পঞ্চম দফা ভোটের ঠিক আগে আগামী ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন উত্তরবঙ্গে আসছেন ওয়ানাড়ের সাংসদ। লক্ষ্য বিজেপি’র হাত থেকে বাংলা বাঁচাও৷ সেই ডাক দিয়েই প্রচারের ময়দানে ঝাঁপাবেন রাহুল৷ রাজধানী থেকে বিশেষ বিমানে বাগডোগরা পৌঁছবেন সোনিয়া তনয়৷ ওই দিন গুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর৷ বাগডোগরা থেকে প্রথমে যাবেন গোয়ালপোখর৷ বিকালে ফাঁসিদেওয়া ও মাটিগাড়া-নকশালবাড়ির কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি৷
ভোট শুরু হওয়ার বহু আগে থেকেই উত্তাপ বাড়াতে শুরু করেছিলেন রাজনৈতিক নেতারা৷ ২৭ মার্চ রাজ্যে ছিল প্রথম দফার ভোট৷ দিন যত এগিয়েছে ততই জোড়াল হয়েছে প্রচার৷ উত্তপ্ত হয়েছে রাজনীতির ব্যাটেল গ্রাউন্ড৷ কিন্তু প্রচারে আসেননি রাহুল৷ এর পিছনে উল্লেখযোগ্য কারণ হল কেরলে প্রতিপক্ষ সিপিএম এ রাজ্যে তাঁর দলের জোটসঙ্গী৷ তাই আগে বাংলায় প্রচারে এলে কেরলে নেতিবাচক ফল হতে পারত বলে আশঙ্কা ছিল৷ আর ঠিক সেই কারণেই কেরলে ভোট মিটতেই রাহুলের টার্গেট বাংলা৷ সূত্রের খবর, ভোট প্রচারে এসে তৃণমূল নয় বিজেপি’কেই মূলত নিশানা করবেন তিনি৷ কারণ কংগ্রেসের মিশন, ‘বিজেপি রোখো’৷