সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী, জানিয়ে দিল লোকসভার স্পিকারের সচিবালয়

সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী, জানিয়ে দিল লোকসভার স্পিকারের সচিবালয়

নয়াদিল্লি: অবশেষে সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। শুক্রবার তাঁর শাস্তির উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ আদালতের সেই রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সোমবার লোকসভা অধ্যক্ষের সচিবালয় থেকে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে। অতএব মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীরা যে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন, সেই কর্মসূচিতে যোগ দিতে পারবেন রাহুল। যোগ দেবেন বিতর্কেও।

মোদী পদবি অবমাননা মামলায় কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিল সুরাতের আদালত। ওই মানবানী মামলায় তাঁকে দু’বছরের কারাদণ্ডও দেন বিচারক। যিনি এক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আইনজীবী ছিলেন। রাহুলকে কারাদণ্ড দেওয়ায় তাঁর সাংসদ পদ খারিজ করে দিয়েছিলেন লোকসভার স্পিকার। এর ফলে ২০২৪-এর লোকসভা ভোটে রাহুলের ভোটে দাঁড়ানো নিয়েও উঠে যায় প্রশ্ন চিহ্ন। কিন্তু শুক্রবার সুরাত আদালতের দেওয়া সাজার উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার রাস্তা প্রশস্ত হয়৷ 

শুক্রবার সুপ্রিম কোর্ট সুরাত আদালতের রায়ে স্থগিতাদেশ দিতেই রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভায় আর্জি জানায় কংগ্রেস। বর্ষীয়ান নেতা কেসি বেণুগোপাল বলেন, ‘‘আমরা আশা করব স্পিকার যেমন দ্রুততার সঙ্গে রাহুলজির পদ খারিজ করেছিলেন, তেমনই দ্রুততার সঙ্গে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেবেন।” লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীও বলেন, ‘‘রাহুলজিকে সাংসদ পদ ফিরিয়ে দিতেই হবে।’’ শুক্রবারের পর সোমবার ফের শুরু লোকসভার অধিবেশন। তার ঠিক আগেই আজ সকালে রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে লোকসভার স্পিকারের সচিবালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + three =