দলের সিদ্ধান্তেই সিলমোহর, লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুলই

নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা হবেন কে? এই প্রশ্নটা গত কয়েক দিন ধরেই সংসদীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছিল৷ অশেষে মিলল জবাব৷ বিরোধী দলনেতার পদে বসছেন রাহুল গান্ধী।…

নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা হবেন কে? এই প্রশ্নটা গত কয়েক দিন ধরেই সংসদীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছিল৷ অশেষে মিলল জবাব৷ বিরোধী দলনেতার পদে বসছেন রাহুল গান্ধী। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক চলাকালীন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কংগ্রেস।

প্রায় তিন দশকের রাজনৈতিক কেরিয়ার সোনিয়া-তনয়ের৷ এই প্রথম কোনও সাংবিধানিক পদে বসলেন রাহুল গান্ধী। সেই সঙ্গে ১০ বছর বাদে লোকসভায় বিরোধী দলনেতার পদও পেল কংগ্রেসও৷ লোকসভায় মোট আসনের ১০ শতাংশ ঝুলিতে থাকলে,তবেই বিরোধী দলনেতার পদ পাওয়া যায়। অর্থাৎ ৫৫ জন সাংসদ থাকতে হবে বিরোধী দলের কাছে৷ ২০১৪ সালে এবং ২০১৯ সালে সেই সংখ্যাটুকুও পার করতে পারেন শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দল৷ তবে ২০২৪-এ পরিস্থিতি অনেকটাই ভিন্ন। এবার কংগ্রেসের একার হাতেই রয়েছে ৯৯ জন সাংসদ। সঙ্গে রয়েছে ‘ইন্ডিয়া জোট’ শরিকদের সমর্থন। ফলে এবার যে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে কোনঠাসা করতে মরিয়া থাকবে কংগ্রেস, তা সহজেই অনুমেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *