আমেথি-রায়বেরিলি থেকে দাঁড়াতে ভীত রাহুল-প্রিয়াঙ্কা? মুখ টিপে হাসছে বিজেপি!

আমেথি-রায়বেরিলি থেকে দাঁড়াতে ভীত রাহুল-প্রিয়াঙ্কা? মুখ টিপে হাসছে বিজেপি!

rahul gandhi

নিজস্ব প্রতিনিধি: গত লোকসভা নির্বাচনে আমেথির পাশাপাশি কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকেও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। নিজের খাসতালুক আমেথিতে স্মৃতি ইরানির কাছে হেরে গেলেও ওয়েনাড় থেকে বিপুল ব্যবধানে জেতেন রাহুল। ৪ লক্ষ ৩০ হাজার ভোটে জয়লাভ করেছিলেন তিনি। হারিয়েছিলেন সিপিআই প্রার্থীকে। এবারেও তিনি সেখান থেকে দাঁড়াবেন সেটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু গান্ধী পরিবারের দীর্ঘদিনের দুর্গ বলে পরিচিত রায়বেরিলি এবং আমেথি থেকে যদি রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে রাজনৈতিক মহলে ভুল বার্তা যাবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বলা হবে আমেথিতে আবার হেরে যাওয়ার ভয়ে রাহুল গান্ধী দাঁড়াতে চাইছেন না।  অন্যদিকে সোনিয়া গান্ধী এবার রায়বেরিলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না শারীরিক অসুস্থতার কারণে।

ইতিমধ্যেই তিনি রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে রায়বেরিলি থেকে প্রিয়াঙ্কা গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন জল্পনা বহুদিন ধরেই চলছে। কিন্তু যদি না দাঁড়ান তিনি তাহলে বিজেপি নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন পাবে এবং মুখ টিপে হেসে গান্ধী পরিবার তথা কংগ্রেসকে কটাক্ষ করতে যে ছাড়বে না, তা স্পষ্ট। বলা হবে লড়াইয়ে নামার আগেই হেরে গিয়েছে কংগ্রেস। তাই উত্তরপ্রদেশের এই দুটি কেন্দ্রে গান্ধী পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা না করলে সেটা কংগ্রেসের কাছে ঐতিহাসিক ভুল হবে বলেই মনে করছে রাজনীতির কারবারিদের একাংশ।  

২০০৪ সাল থেকে পরপর তিনটি লোকসভা নির্বাচনে আমেথি কেন্দ্রে জয়লাভ করেছেন রাহুল। কিন্তু গতবার তাল কেটে যায়। হেরে যান রাহুল। গোটা উত্তরপ্রদেশের আশিটি লোকসভা কেন্দ্রের মধ্যে গতবার শুধু রায়বেরিলি থেকে জিততে পেরেছিলেন সোনিয়া গান্ধী। বেশিরভাগ আসনে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তবে কী সেই আতঙ্ক থেকেই ওই দুটি ‘পারিবারিক আসন’ থেকে গান্ধী পরিবারের কেউ এবার দাঁড়াতে চাইছেন না? কারণ রাম মন্দির উদ্বোধনের পর উত্তরপ্রদেশ জুড়ে হিন্দুত্বের জোয়ার চলছে। রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আমেথিতে যাওয়ার পর সেখানে ভিড় হলেও মানুষের প্রবল উন্মাদনা কিন্তু দেখা যায়নি। যতটা উচ্ছ্বাস উদ্দীপনা আশা করেছিল কংগ্রেস, তা কিন্তু পূরণ হয়নি। তবে কি এরপরেই আমেথি ও  রায়বেরিলি নিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন গান্ধী পরিবার? সময়ই এর উত্তর দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *