সময়ের আগে শেষ অধিবেশন, ‘গণতন্ত্রের হত্যা’, রাহুলের নেতৃত্বে বিক্ষোভ বিরোধীদের

সময়ের আগে শেষ অধিবেশন, ‘গণতন্ত্রের হত্যা’, রাহুলের নেতৃত্বে বিক্ষোভ বিরোধীদের

নয়াদিল্লি: নির্দিষ্ট সময়ের আগে লোকসভা অধিবেশন শেষ করার প্রতিবাদে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত এদিন মিছিল করলেন বিরোধী দলের সাংসদরা৷ প্রতিবাদ মিছিলের আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মলিকার্জুন খাড়গের বাসভবনে জরুরি বৈঠকে বসেছিলেন বিরোধী শিবিরের নেতারা৷ উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, অধীর চৌধুরী সহ অন্যান্যরা৷  

আরও পড়ুন- এবার যোগী রাজ্যেও ‘খেলা হবে’ দিবস! জোড় প্রস্তুতি তৃণমূলের

বিরোধীদের অভিযোগ, হইহট্টোগেলের মধ্যেই বিল পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার৷ কৃষি বিল, পেগাসাস নিয়ে আলোচনা করা হচ্ছে না৷ সংসদেই গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে৷ উত্তর প্রদেশের মহিলা সাংসদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার তীব্র নিন্দাও করেন তাঁরা৷ এদিন রাহুল বলেন, ‘‘আজ আপনাদের সামনে (মিডিয়া) কথা বলার জন্য এসেছি৷ কারণ আমাদের সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না৷ এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে৷’’ তিনি আরও বলেন, ‘‘সংসদের অধিবেশ শেষ৷ দেশের ৬০ শতাংশ মানুষ উদ্বিগ্ন৷ কারণ সংসদে কোনও কাজ হয়নি৷ গতকাল ৬০ শতাংশ মানুষের কণ্ঠরোধ করা হয়েছে৷ তাঁদের অপমান করা হয়েছে৷ এমনকী গতকাল রাজ্যসভায় শীরীরিক প্রহার পর্যন্ত করা হয়েছে৷’’

শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘‘সংসদে বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না৷  গতকাল মহিলা সাংসদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা গণতন্ত্র বিরোধী৷ মনে হচ্ছে আমরা পাকিস্তান সীমান্তে দাঁড়িয়ে আছি৷’’ সঞ্জয় রাউতের প্রশ্ন, ‘‘রাজ্যসভায় কি মার্শাল ল চলছে?’’ প্রসঙ্গত, বুধবার মার্শালরা মহিলা সাংসদদের নিগ্রহ করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও বিজেপির পালটা দাবি, মার্শালদের ধাক্কা মেরেছেন বিরোধীরা। এক মহিলা নিরাপত্তাকর্মীর গলা টিপে ধরার চেষ্টা করা হয় বলে বিজেপি’র দাবি৷

আরও পড়ুন- ইসরোর স্বপ্নভঙ্গ, উৎক্ষেপণের পর প্রযুক্তির ত্রুটিতে কক্ষপথে পৌঁছল না কৃত্রিম উপগ্রহ

এদিনের মিছিলে সামিল হয়েছিল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি সহ ১৫টি বিরোধী দল৷  রাহুল গান্ধীর নেতৃত্বে হয় প্রতিবাদ মিছিল৷ এবার বাদল অধিবেশনে এক কথায় বিরোধী মুখ হয়ে উঠেছিলেন ওয়ানাড়ের সাংসদ৷ বিরোধী দলের নেতাদের বৈঠকেও পৌরহিত্য করেন তিনি৷ পেগাসাস, পেট্রোপণ্যের  মূল্য বৃদ্ধি থেকে কৃষি বিল, একরোখা প্রতিবাদ জানিয়ে গিয়েছেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *