সুরাত: মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আদালতে দোষী সাব্যস্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ সুরাতের আদালতে মানহানি মামলায় দোষী সাব্যস্ত হলেন সোনিয়া-পুত্র৷ দু’বছরের সাজা হলে খোয়াতে হতে পারে সাংসদ পদ৷ ২০১৯ সালের মানহানি মামলায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করা হয় রাহুল গান্ধীকে। এদিন সকালে রায় শোনায় গুজরাতের সুরত জেলা আদালত। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকালেই আদালতে পৌঁছে গিয়েছিলেন রাহুল। তাঁর উপস্থিতিতেই রায় শোনান বিচারক৷ তবে এখনও সাজা বা জরিমানা ধার্য করা হয়নি৷ মামলাকারীদের পক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে৷ অন্যদিকে, বিচারক এইচএইচ বর্মার এজলাসে সাজা কমানোর আবেদন জানিয়েছেন রাহুলের আইনজীবী কিরীট পানওয়ালা।তাঁর বয়ানে কারও ক্ষতি হয়নি বলেই নিজের আবেদনে উল্লেখ করেছেন রাহুল৷
আরও পড়ুন- ‘সাড়া রাত ভোঁ ভোঁ শব্দ, খুব মশা কামড়াচ্ছে’, তিহাড়ে ঘুম উড়েছে অনুব্রতর
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ। সেই সময় কর্নাটকে প্রচারে গিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানান তিনি। নীরব মোদী থেকে ললিত মোদী, কোটি কোটি টাকার দুর্নীতি নিয়েও মন্তব্য করেন তিনি। সেই সময় কটাক্ষের সুরে রাহুল বলেছিলেন, ‘‘কাকতালীয় ভাবে সব চোরেদের পদবী মোদী হয় কী করে?’’ রাহুলের এই মন্তব্যেই বিতর্কের ঝড় ওঠে৷ দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে রাহুল আসলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বলে দাবি করে বিজেপি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>