সুদর্শন-স্মার্ট, তবু বিয়ে করছেন না কেন? জবাবে কী বললেন রাহুল?

সুদর্শন-স্মার্ট, তবু বিয়ে করছেন না কেন? জবাবে কী বললেন রাহুল?

rahul gandhi

কলকাতা: রাজনৈতিক মহলে তিনি এলিজিবল ব্যাচেলর৷ তাঁর বিয়ে নিয়ে আগ্রহের অন্ত নেই আম আদমির মনে৷ অনেকেই অনেক সময় এ বিষয়ে প্রশ্ন করেছেন তাঁকে৷ আরও একবার বিয়ে নিয়ে প্রশ্নের মুখে রাহুল গান্ধী৷

শত রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সময় পেলেই তিনি হাজির হন দেশ, বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের মাঝে৷ এমন আলাপচারিতায় পড়ুয়াদের কিছু কমন প্রশ্ন থাকেই৷ যেমন- তাঁর প্রিয় খাবার, অবসর সময়ে কী করতে ভালবাসেনের ইত্যাদি৷ এর সঙ্গে আরও একটি প্রশ্নের উত্তর দিতেই হয় রাহুল গান্ধীকে৷ আর সেটা হল কেন এখনও বিয়ে করেননি তিনি? 

সম্প্রতি জয়পুরের মহারানি কলেজের পড়ুয়াদের মুখোমুখি হয়েছিলেন রাহুল৷ সেখানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রকাশ করা হয়েছে৷ প্রশ্নোত্তর পর্বে জাতি গণনা থেকে শুরু করে মহিলাদের স্বাধীনতা, নারী ক্ষমতায়ণের মতো বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন কংগ্রেস সাংসদ৷ এই আলাপচারিতার মাঝেই এক তরুণী রাহুলকে প্রশ্ন করে বসেন, ‘‘আপনি এত স্মার্ট, সুদর্শন…নিজের বিয়ের কথা ভাবছেন না কেন?’ এমন প্রশ্নে খানিকটা অস্বস্তিতে পড়লেও, বেশ হাসি মুখেই জবাব দিয়েছেন ৫৩ বছরের কংগ্রেস নেতা৷ তিনি বলেন, ‘‘বিয়ে নিয়ে ভাবছি না, কারণ আমি নিজের দল কংগ্রেস এবং নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত৷’’

এছাড়াও এদিন রাহুলের কাছে জানতে চাওয়া হয়, তিনি কী খেতে ভালবাসেন? জবাবে ওয়ানাড়ের সাংসদ বলেন, উচ্ছে, মটরশুঁটি এবং পালন শাক বাদে সব খাবারই ভাল বাসেন তিনি৷  প্রিয় জায়গা কী? এর জবাবে রাহুল বলেন, ‘‘আমি যাইনি, এমন যে কোনও জায়গা৷ কারণ সবসময়ই নতুন জায়গা দেখতে ভালবাসি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =