মহিলা সাংসদদের ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন রাহুল! অনাস্থা বিতর্কের মাঝেই বিস্ফোরক স্মৃতি

মহিলা সাংসদদের ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন রাহুল! অনাস্থা বিতর্কের মাঝেই বিস্ফোরক স্মৃতি

নয়াদিল্লি: মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানহানি মামলায় সাংসদ পদ খোয়াতে হয়েছিল রাহুল গান্ধীকে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে ফের সাংসদ পদ ফিরে পেয়েছেন তিনি৷ কিন্তু, সংসদে পা রেখেই নতুন বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ! তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি সাংসদ স্মৃতি ইরানি৷

নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বুধবার সরগরম হয়ে ওঠে লোকসভা৷ বক্তব্য রাখতে উঠেই রাহুল বলেন, আজ বেশি আক্রমণ করব না৷ শুধু কয়েকটা গোলা ছুড়ব৷ এর পরেই কটাক্ষের বাণ নিক্ষেপ করতে শুরু করেন তিনি৷ মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তাঁকে অহঙ্কারী রাবণের সঙ্গেও তুলনা করেন। বলেন, ‘‘বিজেপি মণিপুরকে খণ্ডিত করে ভারতমাতাকে খুন করেছে!’’ রাহুলের বক্তব্য শেষে বলতে উঠেন স্মৃতি। তবে নিজের ভাষণ শেষ করেই অধিবেশন কক্ষ ছাড়েন রাহুল৷ এদিকে, বক্তৃব্যের শুরুতেই বোমাটি ফাটান স্মৃতি৷ বলেন, মহিলা সাংসদদের লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন রাহুল!

এর পরেই সংসদে ওঠে ঝড়৷ স্মৃতি অভিযোগ তুলতেই সদলবলে ঝাঁপিয়ে পড়েন বিজেপির মহিলা সাংসদরা৷ অধিবেশন কক্ষ থেকে তাঁরা একেবারে পৌঁঁছে যান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ঘরে৷ সেখানে গিয়ে ওয়ানাড়ের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ‘উড়ন্ত চুম্বন’ পাঠানোর অভিযোগ জানান৷ এখানেই শেষ নয়,  ফ্লাইং কিস-এর জিগির তুলেই রাহুলকে ‘নারীবিদ্বেষী’ বলে কটাক্ষও করেন স্মৃতি।

যদিও রাহুল অধিবেশন চলার মাঝে মহিলা সাংসদদের উড়ন্ত চুম্বন ছুড়েছেন, এমন কোনও  বিতর্কিত ফুটেজের সম্প্রচার টিভির পর্দায় দেখা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকের বক্তব্য, সভাকক্ষ ছাড়ার সময় রাহুলের হাতে থাকা কিছু নথিপত্র মেঝেতে পড়ে যায়। সেটা দেখে সরকার পক্ষের অনেকেই হাসতে শুরু করেন। রাহুল নাকি নথিপত্র কুড়তে কুড়তেই ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে উড়ন্ত চুম্বন ছোড়ার ভঙ্গি করেন। ট্রেজারি বেঞ্চে যে হেতু বিজেপির মহিলা সাংসদরাও ছিলেন, তাই তাঁরা জোট বেঁধে রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্পিকারের ঘরে যান।

রাহুলের বক্তব্য শেষ হওয়ার পর প্যানেলভুক্ত এক সাংসদকে সভা সামলানোর দায়িত্ব দিয়ে নিজের কক্ষে গিয়েছিলেন স্পিকার৷ তখনই তাঁর ঘরে ছোটেন বিজেপি’র মহিলা সাংসদরা৷ অভিযোগে, ‘‘কংগ্রেস মুখে নারী সশক্তিকরণের কথা বললেও দলের সাংসদের আচরণ বুঝিয়ে দিয়েছে যে আসলে তাদের মনের কথা কী।’’ বিডেপি’র এই মহিলা টিমে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও। তাঁর কথায়, ‘‘এর আগে উনি সংসদের ভিতরে চোখ টিপে অশালীন ইঙ্গিত করেছিলেন। এ বার ফ্লাইং কিস ছুড়লেন! সংসদের ভিতরে এমন অভব্যতা আগে কখনও হয়নি। আমরা স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।’’ যদি ও এ প্রসঙ্গে রাহুল বা কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

কিন্তু, প্রকাশ্যে চুমু খাওয়া বা আলিঙ্গন কি আমাদের দেশে আদৌ আইনত অপরাধ? তা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। কারণ বিভিন্ন জায়গায় ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারাকে হাতিয়ার করে পুলিশ প্রকাশ্যে আলিঙ্গন এবং চুমু খাওয়াকে আইন বিরুদ্ধ বলে দাবি করলেও, সেই আইনের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ শীর্ষ আদালত।

২০০৭ সালে হলিউড অভিনেতা রিচার্ড গ্যের প্রকাশ্যে চুম্বন করেন বলিউড তারকা শিল্পা শেট্টিকে৷ সেই সময়, হলিউড অভিনেতার বিরুদ্ধে জয়পুর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে৷ যা পরবর্তীতে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। “স্ব-ইচ্ছায় দু’জন পরস্পরকে আলিঙ্গন বা চুম্বন করা অপরাধ নয়”— এমনটাই মন্তব্য করেছিল শীর্ষ আদালত। আবার প্রকাশ্যে চুম্বন করে জনতার হাতে নিগৃহীত হওয়ার ঘটনাও এ মুলুকে অজানা নয়৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *