অলিম্পিকে সামিল হোক টি-২০ ক্রিকেট, ‘ব্যাট ধরলেন’ রাহুল

টি-টোয়েন্টি ক্রিকেট যুক্ত হোক অলিম্পিকে, এমনটাই চান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক

নয়াদিল্লি: টি-টোয়েন্টি ক্রিকেট যুক্ত হোক অলিম্পিকে, এমনটাই চান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তিনি মনে করেন, অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট যুক্ত হলে তা আদতে ক্রিকেটের পক্ষেই ভালো হবে। ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়ালের’ কথায়, অলিম্পিকে ক্রিকেট যুক্ত হলে খেলার তো ভালো হবেই, খেলোয়াড়দের ক্রিকেটের প্রতি উন্মাদনা আরো বেড়ে যাবে।

রাহুল জানাচ্ছেন, ক্রিকেটের সবচেয়ে কম সময়ের খেলা টি-টোয়েন্টি। গোটা বিশ্বের প্রায় ‌৭৫ টি দেশ ক্রিকেট খেলে। এক্ষেত্রে যদি অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেটকে যুক্ত করা যায় তাহলে তা সবার পক্ষে ভালো। এক্ষেত্রে আইপিএলের প্রসঙ্গ টেনে আনেন রাহুল। দাবি করেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সাফল্য দেখিয়ে দিয়েছে যে এই ধরনের ফরমেট কতটা আকর্ষিত করতে পারে দর্শকদের। তবে অন্যান্য খেলার মত ক্রিকেট খুব সহজে অ্যারেঞ্জ করা সম্ভব হয় না। তাই অলিম্পিকের ক্ষেত্রে বিষয়টা কিছুটা হলেও কঠিন হবে। এক্ষেত্রে বলা যেতে পারে, আরো হয়তো কিছু বছর সময় লাগবে। কিন্তু অবশেষে যদি টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করা সম্ভব হয়, তাহলে বিষয়টি মন্দ হবে না। উল্লেখ্য, গত ২০১৮ সালে ক্রিকেটের টি-টোয়েন্টি ফর্ম্যাটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার জন্য সমীক্ষা চালিয়ে ছিল আইসিসি। সেই সমীক্ষায় উঠে এসেছিল, প্রায় ৮৭ শতাংশ মানুষ চান ক্রিকেট অলিম্পিকে যুক্ত হোক। যদিও পরবর্তী ক্ষেত্রে বিসিসিআই অলিম্পিকের জন্য ক্রিকেটের অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ নেয়নি। তবে রাহুল দ্রাবিড়ের মন্তব্যের পর বিসিসিআই কোন পদক্ষেপ নেয় কিনা সেটা দেখার।

অলিম্পিকে যুক্ত রয়েছে ফুটবল। এবার যদি ক্রিকেটের টি-টোয়েন্টি ফর্ম্যাটকে তার সঙ্গে যুক্ত করা যায়, তাহলে ক্রীড়াপ্রেমী মানুষদের পক্ষে তা বোনাস হয়ে যাবে। ইতিমধ্যে, ১২ বছর ধরে সফল ভাবে চলছে আইপিএল, অনেক তরুণ খেলোয়াড় এই লীগ থেকে উঠে এসেছেন, ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। এবার যদি এই ফর্ম্যাটকে অলিম্পিকে যুক্ত করা যায়, তাহলে তরুণ প্রজন্মের ক্রিকেটারদের আরো তাগিদ বাড়বে বৈকি। এক্ষেত্রে তরুণ প্রজন্মের সেই তাগিদের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় রাহুল দ্রাবিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =