চিনা অনুপ্রবেশ ইস্যুতে ফের নরেন্দ্র মোদীকে ‘মিথ্যুক’ আখ্যা রাহুলের

রাহুলের মতো দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, শুধু চিন নয়, নেপালও ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা করছে। তাঁর মতে, অরুণাচলের কাছে কৃত্রিম হ্রদ তৈরি করছে চিন। যদি কোনও দিন এই হ্রদে ফাটল ধরে বা কৌশলে ফাটল ধরানো হয় তাহলে গোটা অরুণাচল ভেসে যাবে।

নয়াদিল্লি: চিনা অনুপ্রবেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর সরকার তথ্য গোপন করেছে, এমনটাই দাবি কংগ্রেসের শীর্ষ দলনেতা রাহুল গাঁধীর। এর আগেও প্রধানমন্ত্রী সত্য গোপন করেছেন এমন অভিযোগ করেছিলেন রাহুল। এবার সরাসরি 'মিথ্যুক' বলে দিলেন তিনি। সঙ্গে দেশ জুড়ে বেকার সমস্যার বিরুদ্ধে ‘রোজগার দো’ আন্দোলনের ডাক দিয়েছেন রাহুল।

গালওয়ানে লালফৌজের অবস্থান সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়েছিল। সম্প্রতি ওই রিপোর্ট সরকারের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, ওই রিপোর্টের তথ্যের সঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যের ছিল বিস্তর ফারাক। এদিকে, স্বরাজ থেকে সুরাজ্য প্রতিষ্ঠার কথা বলে 'আবর্জনা ভারত ছাড়ো' বলে স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদী। নাম না নিলেও যে এই কথা কংগ্রেসকেই উদ্দেশ্য করে বলেছিলেন মোদী তা বুঝতে অপেক্ষা রাখে না। এবার সেই কথাটাই ঘুরিয়ে রাহুল বলেছেন 'মিথ্যার আবর্জনা' দূর করুক সরকার।

রাহুলের কথায়, দেশকে অবশ্যই আবর্জনা মুক্ত করতে হবে তবে তার আগে মিথ্যাকে সরানো প্রয়োজন। রাহুল প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন, তিনি ভারতে চিনের আগ্রাসনের সত্যতা মেনে নিয়ে অসত্যকে বিদায় জানাবেন কি না। রাহুলের মতো দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, শুধু চিন নয়, নেপালও ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা করছে। তাঁর মতে, অরুণাচলের কাছে কৃত্রিম হ্রদ তৈরি করছে চিন। যদি কোনও দিন এই হ্রদে ফাটল ধরে বা কৌশলে ফাটল ধরানো হয় তাহলে গোটা অরুণাচল ভেসে যাবে।

অন্যদিকে কেন্দ্রকে চাপে রাখতে বেকারত্ব ইস্যুতে ‘রোজগার দো’ আন্দোলনের ডাক দিয়েছেন রাহুল। দেশের যুব সমাজকে এই আন্দোলনে এগিয়ে আসতে বলেছেন তিনি। নির্বাচনের আগে প্রতি বছর দু’ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। কিন্তু তার বাস্তবায়ন তো হয়নিই, উল্টে ৬ বছরে ১৪ কোটি মানুষ চাকরি হারিয়েছেন নরেন্দ্র মোদীর ভুলের জন্য, দাবি রাহুলের। নোটবন্দি, জিএসটি, বর্তমানের লকডাউন দেশের অর্থনৈতিক কাঠামোকেই নাড়িয়ে দিয়েছে বলে তাঁর মত। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + sixteen =