নয়াদিল্লি: কাতারে বন্দি আট জন নৌ সেনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল সে দেশের সরকার৷ গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছর ওই আট নৌ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত। সেই নির্দেশের পর থেকেই শুরু হয়েছিল দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন৷ অবশেষে বিদেশের মাটিতে মোদী সরকারের কূটনীতির জয়৷ ভারতের অনুরোধেই মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেয় কাতার৷ সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই আট নৌ সেনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাত জন ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘‘কাতারের সংস্থায় কর্মরত আট প্রাক্তন নৌ সেনা আধিকারিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। ওঁদের মধ্যে সাত জন ইতিমধ্যেই দেশে ফিরেছেন।’’
বিদেশের মাটিতে মোদীর কূটনৈতিক জয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট নৌ সেনাকে মুক্তি দিল কাতার
বিদেশের মাটিতে মোদীর কূটনৈতিক জয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট নৌ সেনাকে মুক্তি দিল কাতার