হায়দরাবাদ: কারণটা ব্যক্তিগত। চলতি অলিম্পিক ক্যাম্প থেকে সরে দাঁড়িয়ে এমনটাই বললেন ভারতের ব্যাডমিন্টন তারকা তথা বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলছে, তিনি গত ১০ দিন ধরে আপাতত লন্ডনে রয়েছেন। এইভাবে জাতীয় শিবির ছেড়ে হঠাৎ লন্ডন পাড়ি দেওয়ার জন্য বিতরকের কেন্দ্রবিন্দুতে অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা।
অলিম্পিকের সম্ভাব্য তারকাদের নিয়ে অনুষ্ঠিত জাতীয় শিবিরে হাজির থাকার কথা ছিল তাঁর। কিন্তু সেই ক্যাম্প ছেড়ে হঠাৎ লন্ডন চলে যাওয়ায় বিতর্ক শুরু হয়। এমনকি গুজব ছড়াতে থাকে যে, সিন্ধুর সঙ্গে পরিবার এবং তাঁর কোচ গোপীচাঁদের ঝামেলা হয়েছে। যদিও এই গুজব একেবারেই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ব্যাডমিন্টন তারকা। এই বিষয়ে নিজের ইনস্টাগ্রাম এবং টুইটারে বিজ্ঞপ্তি জারি করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, পুষ্টি সংক্রান্ত বিষয়ে ও ফিরে আসার প্রস্তুতির জন্য কিছুদিন আগে তিনি লন্ডনে এসেছেন। পুরো বিষয়টাই তার পরিবার জানে, এতে কোনো রকম কোনো সমস্যা নেই। অন্যদিকে, তাঁর কোচও এই ব্যাপারে অবগত বলে জানিয়েছেন তিনি।
যদিও সূত্রের খবর, বেশ কিছু ব্যাপার নিয়ে পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর। সেই কারণেই তিনি এই ভাবে জাতীয় শিবির ছেড়ে লন্ডনে চলে গিয়েছেন। যদিও এর আগে কখনো পরিবারকে না জানিয়ে এই ভাবে বিদেশে একা একা যাননি সিন্ধু। সেই কারণেই আরো বিতর্ক সৃষ্টি হয়েছে। পরিবার এবং তার কোচের সঙ্গে ঝামেলার খবর ছড়িয়ে পড়ায় এখন বেশ বিরক্ত ব্যাডমিন্টন তারকা। তিনি জানিয়েছেন, এই ধরনের খবর ছড়ানোর জন্য তিনি সংবাদমাধ্যমে বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। সিন্দুর পরিবারও বিষয়টিকে একেবারেই মেনে নিচ্ছে না। তারাও এর প্রতিবাদ জানিয়েছে। এদিকে অ্যাকাডেমি জানিয়েছে, পিভি সিন্ধু হয়তো পরবর্তী ৮-১০ মাস দেশে ফিরবেন না।
উল্লেখ্য, লন্ডনের গেটরেড স্পোর্টস সাইন্স ইনস্টিটিউটে অনুশীলন চালাচ্ছেন সিন্ধু। স্পোর্টস নিউট্রিশনিস্ট রেবেকা রানডেলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবিও পোস্ট করেছেন তিনি।