গাড়ি চালাতে গিয়ে নাক ডেকে ঘুম উবর চালকের, স্টিয়ারিং ধরলেন মহিলা যাত্রী!

গাড়ি চালাতে গিয়ে নাক ডেকে ঘুম উবর চালকের, স্টিয়ারিং ধরলেন মহিলা যাত্রী!

মুম্বই: ডিজিটাল ক্যাব পরিষেবার এখন রমরমা বাজার। চালকদেরও খাটতে হয় উদয়াস্ত। তাছাড়া বর্তমানের এই ইঁদুর দৌড়ের পরিস্থিতিতে নানা কাজের মধ্যে ব্যস্ত থাকেন প্রায় সবাই। স্বাভাবিকভাবেই দিনের শেষে বিধ্বস্ত অবস্থা হওয়ার জোগাড়। মহারাষ্ট্রের এক উবের চালকও সেই সমস্যায় পড়েছিলেন। ক্লান্তিতে বারবার ঢুলে পড়ছিলেন। সেই দৃশ্য চোখে পড়েছিল যাত্রী তেজস্বিনী দিব্যা নায়েকের। শেষমেশ নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছেছিলেন। তবে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেন ঘটনাটি। ডিজিটাল ক্যাব পরিষেবা সংস্থা উবের-এর নাম উল্লেখ করে তিনি দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছেন।

তেজস্বিনী কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। বাড়ি থেকে মুম্বই আসার পথে বুক করেছিলেন উবের ক্যাব। কিছু সময় পরেই তিনি খেয়াল করেন, উবের চালক মাঝেমধ্যেই ঘুমের ঘোরে ঢুলে পড়ছেন। ওই পরিস্থিতিতে ২৮ বছরের ওই তরুণী বিপদের আশঙ্কা করেছিলেন। তাই তৎক্ষণাৎ তিনি গাড়ি থামানোর নির্দেশ দেন এবং ঝুঁকির সম্ভাবনার কথা উল্লেখ করে বাকি পথ তিনি নিজেই গাড়ি চালাবেন, সেই কথা জানান চালককে। প্রথমে ওই উবের চালককে রাজি করা না গেলেও পাঁচ মিনিট বোঝানোর পর অগত্যা রাজি হন ওই চালক। অবশেষে যাত্রী নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছান।

এরপর এই ঘটনা টুইটারে শেয়ার করেন তেজস্বিনী। উবের ইন্ডিয়াকে উল্লেখ করেন তরুণী তাঁর টুইটে। টুইটারের ওই পোস্টে তিনি লেখেন, 'ভগবানকে ধন্যবাদ যে, আমি এখনও বেঁচে আছি। আমি ঘুমিয়ে যায়নি আর আমি গাড়িটাও চালাতে জানি।' এই প্রসঙ্গে যাত্রী সুরক্ষার কথা তুলে ধরেছেন তরুণী। এই ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, অবিলম্বে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা তিনি বলেছেন উবের ইন্ডিয়াকে। তবে ওই উবের চালকের প্রতি সহমর্মিতার পরিচয়ও দিয়েছেন তেজস্বিনী। তাঁর কথায়, হয়তো ভোররাত থেকে গাড়ি চালানোর জন্য ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। তবে এটাও ঠিক যে, আমার সঙ্গে সঙ্গে তাঁরও বিপদ হতে পারত। বিপদে পড়তে পারতেন অন্যান্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 7 =