ফ্লাইট ওড়াতে নারাজ পাইলট! ৫ ঘণ্টা দেরিতে উড়ল পুনে-বেঙ্গালুরু ইন্ডিগো বিমান

Pune Bengaluru Indigo flight পুণে: কাজের সময়সীমা শেষ। তাই তিনি আর বিমান ওড়াবেন না। গো ধরলেন পাইলট। তার জেরেই পাঁচ ঘণ্টা দেরিতে উড়ল পুণে থেকে…

Pune Bengaluru Indigo flight indigo flight

Pune Bengaluru Indigo flight

পুণে: কাজের সময়সীমা শেষ। তাই তিনি আর বিমান ওড়াবেন না। গো ধরলেন পাইলট। তার জেরেই পাঁচ ঘণ্টা দেরিতে উড়ল পুণে থেকে বেঙ্গালুরুগামী  ইন্ডিগোর বিমান। এই ঘটনাটি দিন দশ আগের। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা বিতর্ক উস্কে দিয়েছে৷

Indigo flight

ওই ফ্লাইটের সময় ছিল রাত ১২টে বেজে ৪৫ মিনিট৷ কিন্তু এই গোলমালের জেরে এটি শেষ পর্যন্ত ভোর ৫টা ৪৪ মিনিটে পুণে থেকে উড়ান দেয়৷ বেঙ্গালুরুতে পৌঁছায় ৬টা ৪৯ মিনিটে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরও তাঁদের কোনও রিফ্রেশমেন্ট বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রায় ২০০ যাত্রীর সঙ্গে রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়েছেন কেবিন ক্রু৷ যখন ক্রু জানান পাইলট ফ্লাইট ওড়াতে পারবেন না, তখন যাত্রীরা পাইলটকে ডেকে তাঁর সঙ্গে কথা বলতে চান। কিন্তু, পাইলট ককপিটের দরজা বন্ধ করে দেন৷

Pune Bengaluru flight

একজন যাত্রী বলেন, “আপনার ইতিবাচক হওয়া উচিত। স্যার, আপনি কি বেরিয়ে আসবেন?” এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ অনেকেই গ্রাহক পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

 আরও পড়ুন-

‘শ্যুট অ্যাট সাইট’? কুলতলিতে ছাত্রীকে ধর্ষণ-খুনে অভিযুক্তের কঠিন শাস্তি! | Kultali Student Rape Case

টানা চার ম্যাচে হার, কোচ বদলালেও ম্যাচ ফস্কাল ইস্ট-বেঙ্গলের হাত থেকে

টাটা সাম্রাজ্যের উত্তরাধিকার এই মেয়ে! চেনেন মায়া টাটাকে?

দেবীপক্ষের সূচনাতেই সুখবর শোনালেন কোয়েল! কী জানালেন অভিনেত্রী?

SBI share price: কী অবস্থা SBIN-এর শেয়ারের? পড়ুন বিস্তারিত